নয়াদিল্লি, 7 অগস্ট: স্বাধীনতার সাত দশক পরেও হাজার হাজার গ্রামে বিদ্যুতের মতো মৌলিক সুযোগ-সুবিধের অভাবের জন্য কংগ্রেসকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোমবার ভার্চুয়ালি 'হরিয়ানা ক্ষেত্রীয় পঞ্চায়েতি রাজ পরিষদ'-এর উদ্বোধন করার পরে তিনি বলেন, গ্রামে গ্রামে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বাস্তবায়ন করাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা স্বাধীনতার পর চার দশক ধরেও বুঝতে পারেনি কংগ্রেস ।
পঞ্চায়েতি রাজ নিয়ে কংগ্রেসের সমালোচনা মোদির: সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দুই দিনের বিজেপির অনুষ্ঠানের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে, কংগ্রেস শাসনকালে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য কোনও দৃঢ় পদক্ষেপ করা হয়নি ।
কংগ্রেসকে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, "কংগ্রেসের দুর্নীতির কারণেই স্বাধীনতার 70 বছর পরেও 18,000 গ্রামবাসী বিদ্যুৎ পাননি ।" প্রধানমন্ত্রীর দাবি, উন্নত ভারতের লক্ষ্য অর্জনে এবং 'অমৃত কাল'-এর সংকল্প পূরণে দেশ আজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে ।