জয়পুর, 25 সেপ্টেম্বর: রাজস্থানে প্রচারে গিয়ে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার জয়পুরে দলের 'পরিবর্তন সংকল্প মহাসভা' কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী ৷ এই সভা থেকে রাজস্থানে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী দাবি করেন, রাজ্যের মানুষ ঠিক করে নিয়েছে এবারের বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসকে হারাবেন ৷
সংসদে সদ্য পাস হওয়া মহিলা সরক্ষণ বিলের কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ জানান, ভোটের মাধ্যমে মানুষ লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করেছিল বলেই সরকার এই বিল এনে তার দায়িত্ব পালন করেছে ৷ কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী এদিন বলেন, "রাজস্থানের মানুষ কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে সরব হয়েছে ৷ কংগ্রেস যেভাবে সরকার চালিয়েছে তার জন্য শূন্য এবার পাবে তারা ৷ রাজস্থানের মানুষ গেহলত সরকারকে সরিয়ে বিজেপিকে ফের সরকার গড়তে দেবে বলে ঠিক করেছে ৷"
মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন জানান, বহু বছর ধরে মহিলারা লোকসভা ও বিধানসভায় 33 শতাংশ আসন সংরক্ষণের জন্য অপেক্ষা করছিলেন ৷ তাঁর কথায়, "আমি এই বিল আনিনি, আপনাদের ক্ষমতায় এই বিল এসেছে ৷" এদিন মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানে যান নরেন্দ্র মোদি ৷ চলতি বছরের শেষেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ উল্লেখ্য, 2018 এর বিধানসভা নির্বাচনে 200টি আসনের মধ্যে 99টি আসনে জিতেছিল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 73টি আসন ৷ নির্দল ও বিএসপি বিধায়কদের সমর্থনে সেবার সরকার গড়েছিল কংগ্রেস, মুখ্যমন্ত্রী হন অশোক গেহলত ৷