পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'বিজেপি-আরএসএসে'র অনুষ্ঠান বলে কটাক্ষ, রামমন্দির উদ্বোধনে নেই কংগ্রেস - Ram temple

Congress declines Ram Mandir invitation: রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করল না কংগ্রেস না ৷ দলের তরফে একটি বিবৃতিতে সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, অনুষ্ঠানে থাকছেন না মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, অধীর চৌধুরীরা ৷

ETV Bharat
রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে থাকছে না কংগ্রেস

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 4:30 PM IST

Updated : Jan 10, 2024, 9:35 PM IST

নয়াদিল্লি, 10 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না কংগ্রেস ৷ বুধবার দলের সাধারণ সম্পাদক তথা প্রবীণ সাংসদ জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় একটি বিবৃতিতে এই কথা জানিয়েছেন ৷ কংগ্রেসের তরফে তিনি অযোধ্যয় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে বিজেপি-আরএসএসের নিজস্ব অনুষ্ঠান বলে কটাক্ষ করেছেন ৷

এদিন দলের তরফে ঘোষণা করা হয়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি এবং লোকসভা বিরোধী দলনেতা অধীর চৌধুরী রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না ৷ তাঁরা সসম্মানে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ৷

তবে কংগ্রেস এই রামমন্দির নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছে ৷ প্রকাশিত বিবৃতিতে এই অনুষ্ঠানকে রাজনৈতিক প্রজেক্ট বলে দাগিয়েছে কংগ্রেস ৷ বিজেপি, আরএসএস নেতারা এই অসমাপ্ত রামমন্দিরের উদ্বোধন করবেন ৷ এটা শুধুই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, দলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে ৷

সোশাল মিডিয়ায় পোস্ট করা ওই বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লেখেন, "আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ ভগবান রামের পুজো করেন ৷ ধর্ম একটা ব্যক্তিগত বিষয় ৷ কিন্তু দীর্ঘদিন ধরে আরএসএস ও বিজেপি অযোধ্যায় এই মন্দিরের প্রজেক্টটিকে রাজনৈতিক বিষয় করে তুলেছে ৷ এটা অবশ্যই রাজনৈতিক সুবিধের জন্য ৷"

তবে 2019 সালে সুপ্রিম কোর্টে রায় এবং লক্ষ লক্ষ ভারতীয়ের ভগবান রামের প্রতি শ্রদ্ধার প্রতি সম্মান রয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন সভাপতি, কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ও লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর ৷ এই অনুভূতিকে সম্মান জানিয়েই তাঁরা রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ৷ এর পাশাপাশি কংগ্রেস একে 'পরিষ্কার আরএসএস-বিজেপির অনুষ্ঠান' বলেও দাগিয়েছে ৷ গত মাসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পান ৷ এর আগে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের পলিট ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়, কোনও বামনেতা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ৷

আরও পড়ুন:

  1. 'মোদি রামের মূর্তি স্পর্শ করবেন দেখতে যেতে পারব না', আমন্ত্রণ ফিরিয়ে মন্তব্য পুরীর শঙ্করাচার্যের
  2. রামলালার অভিষেকে যোগদান নিয়ে সিদ্ধান্ত নেননি সোনিয়া, দাবি কংগ্রেস সূত্রের
  3. রামমন্দির নিয়ে গেরুয়া-ঢক্কানিনাদ আসলে নির্বাচনী গিমিক, নাম না করে বিজেপিকে তোপ মমতার
Last Updated : Jan 10, 2024, 9:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details