রায়পুর, 26 ফেব্রুয়ারি: কন্যাকুমারী থেকে কাশ্মীর ৷ কংগ্রেসের দাবি, এক ভারত জোড়ো যাত্রাতেই (Bharat Jodo Yatra) নাকি বাজিমাত করে ফেলেছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তাই চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই আরও একটি ভারত জোড়ো যাত্রা করার কথা ভাবছে দলীয় নেতৃত্ব ! এ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে জল্পনা শুরু হলেও কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি ৷ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল, দলের অন্যতম প্রবীণ ও প্রথম সারির নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশকে ৷ রবিবার তিনি জানান, দ্বিতীয় দফায় আরও একটি ভারত জোড়ো যাত্রা করা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি (Jairam Ramesh on Bharat Jodo Yatra Part 2) ৷
এবার ছত্তিশগড়ে রায়পুরে বসেছে কংগ্রেসের 85তম মহাধিবেশন বা প্লেনারি সেশন ৷ এই মঞ্চে অন্যদের পাশাপাশি জয়রাম রমেশও উপস্থিত ছিলেন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়রাম বলেন, "ভারত জোড়ো যাত্রা পার্ট 2 নিয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবনাচিন্তা করছি ৷ কিন্তু, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আমাদের মাথায় অনেক ধরনের পরিকল্পনা রয়েছে ৷ কিন্তু, সবই রয়েছে আলোচনার স্তরে ৷" অর্থাৎ, ফের একটি ভারত জোড়ো যাত্রার সম্ভাবনা উড়িয়েও দেননি জয়রাম ৷