পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Patna Opposition Meeting: বিজেপি বিরোধী জোট নিয়ে আশাবাদী কংগ্রেস, মমতা ও কেজরিওয়ালের অবস্থান নিয়ে প্রশ্ন

আগামী 23 জুন পটনায় বিজেপি বিরোধী দলগুলির মেগা বৈঠক ৷ ওই বৈঠক থেকে বিজেপি বিরোধী জাতীয় বিকল্প তৈরি হবে বলে আশাবাদী কংগ্রেস ৷ কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ৷ লিখেছেন ইটিভি ভারতের অমিত অগ্নিহোত্রী ৷

Patna Opposition Meeting
Patna Opposition Meeting

By

Published : Jun 19, 2023, 8:13 PM IST

নয়াদিল্লি, 19 জুন: 2024 সালের লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিরোধীরা বিজেপির বিরুদ্ধে জোট বাঁধার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ সেই লক্ষ্যেই আগামী 23 জুন বিহারের পটনায় বৈঠকে বসছে বিজেপি বিরোধী দলগুলি ৷ আর সেই বৈঠক নিয়ে আশাবাদী কংগ্রেস ৷ তাদের আশা, ওই বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে জাতীয়স্তরে বিকল্প জোট সামনে আসবে ৷ সোমবার এই নিয়ে কংগ্রেসের মুখপাত্র মণীশ তিওয়ারি বলেন, ‘‘23 জুন বিরোধী দলের নেতারা বৈঠকে বসবেন ও আলোচনা করবেন । দেশের সামনে জাতীয় বিকল্প গড়ে উঠবে ।’’

মাস দুয়েক আগে কলকাতায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার ৷ সেই সময় বিরোধীদের একসঙ্গে আলোচনার টেবিলে আনার প্রস্তাব দেন মমতা ৷ সেই প্রস্তাব অনুযায়ী নীতীশ কুমার এই বৈঠকের আয়োজন করেছেন ৷ প্রথমে জুনের 12 তারিখ হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে 23 জুন ৷ সেখানে আঞ্চলিকস্তরে বিজেপি বিরোধী অধিকাংশ দলের নেতারাই উপস্থিত থাকবেন বলে খবর ৷ কংগ্রেসের তরফে থাকার কথা দলের সভপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির ৷

2019 সালের লোকসভা নির্বাচনের আগেও এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইউনাইটেড ইন্ডিয়া সভার আয়োজন করা হয় ৷ সেখানেও দেশের বিভিন্ন বিজেপি বিরোধী দল উপস্থিত ছিল ৷ ওই সভার মূল উদ্যোক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেবার জোট দানা বাঁধেনি ৷ তাই প্রশ্ন এবারও কি বিরোধী জোট তৈরি হবে ? তার কারণ, মমতা বন্দ্যোপাধ্য়ায় ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সাম্প্রতিক অবস্থান এই প্রশ্নকে প্রাসঙ্গিক করে তুলেছে ৷

বঙ্গে এখন যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেখানে কংগ্রেসের সঙ্গে সিপিএমের ‘বন্ধুত্ব’ নিয়ে সমালোচনা করেছেন মমতা ৷ বাংলায় যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সমঝোতা সম্ভব নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি ৷ অন্যদিকে রাজস্থানে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে আপ ৷ সেখানে কংগ্রেসের বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তুলে সরব হয়েছেন কেজরিওয়াল ৷ অথচ আগেই আপের সৌরভ ভরদ্বাজ জানিয়েছিলেন, দিল্লি ও পঞ্জাবে কংগ্রেস তাঁদের সঙ্গে না লড়লে, তাঁরাও রাজস্থান ও মধ্যপ্রদেশে লড়াই করবে না ৷

যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস৷ মণীশ তিওয়ারির কথায়, ‘‘আপ হিমাচল প্রদেশ ও কর্ণাটকে লড়াই করেছে ৷ আর ফলাফল কী হয়েছে, তা সবাই জানে ৷ তাছাড়া যে আঞ্চলিক দলগুলোর এক বা দু’টি রাজ্যে সরকার আছে, তারা যদি একটি জাতীয় বিকল্প নিয়ে আগ্রহী হয়, তাহলে তাদের বিষয়টি ভেবে দেখা উচিত ।’’

আরও পড়ুন:বিরোধীদের বৈঠক নিয়ে কটাক্ষ করায় রবিশঙ্করকে নিশানা সৌগত ও গৌরবের

ABOUT THE AUTHOR

...view details