পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 4, 2021, 7:50 AM IST

Updated : Oct 4, 2021, 8:30 AM IST

ETV Bharat / bharat

lakhimpur kheri case : লখিমপুর যাওয়ার পথে গ্রেফতার প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেসের

সোমবার প্রিয়াঙ্কা গান্ধিকে সীতাপুরের কাছে হরগাঁও নামে একটি জায়গা থেকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে কংগ্রেস ৷

lakhimpur kheri case
লখিমপুর যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধিকে গ্রেফতারের অভিযোগ

লখনউ, 4 অক্টোবর : লখিমপুর খেরি যাওয়ার পথে আটকে দেওয়া হল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে ৷ এমনকি তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস ৷ সোমবার লখিমপুর যাওয়ার পথে সীতাপুরের কাছে হরগাঁও নামে একটি জায়গা থেকে প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি ৷

রবিবার, লখিমপুর কাণ্ডের পরেই কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল, এলাকায় যেতে পারেন প্রিয়াঙ্কা ৷ জানা গিয়েছিল, মৃত কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি ৷ রবিবার রাতেই লখনউ বিমানবন্দরে পৌঁছে যান প্রিয়াঙ্কা ৷ কর্মী-সমর্থকদের সঙ্গে প্রথমে কিছুটা পায়ে হেঁটে ও পরে গাড়ি করে লখিমপুর যাওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা ৷ কংগ্রেসের অভিযোগ, এরপর লখিমপুর যাওয়ার পথে দফায় দফায় প্রিয়াঙ্কাকে বাধা দেয় উত্তরপ্রদেশ পুলিশ ৷ পরে সীতাপুরের কাছে তাঁকে গ্রেফতার করা হয় ৷ গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা ৷ উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করে তাঁর প্রশ্ন, "নির্যাতিতদের পাশে দাঁড়াতে চেয়ে আমি কি কোনও অপরাধ করেছি ? তাহলে কেন ওয়ারেন্ট ছাড়া আমাকে আটকানো হচ্ছে ৷" সরকার রাজনীতি করে কৃষকদের বিপদে ফেলতে চাইছে বলেও তাঁর অভিযোগ ৷

আরও পড়ুন : lakhimpur Kheri case : লখিমপুর খেরিতে মৃত বেড়ে 8, তীব্র নিন্দা মমতার ; যাচ্ছে 5 সদস্যের তৃণমূলের প্রতিনিধিদল

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে এদিন সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সেসময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷ গোটা ঘটনার প্রতিবাদে সোমবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে ঘটনার তদন্তের দাবি জানান হয়েছে সংগঠনের তরফে ৷

তবে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির দাবি, ওই আন্দোলনে কৃষকদের ছদ্মবেশে বেশ কিছু দুষ্কৃতী ছিল ৷ তারাই এই ঘটনার জন্য দায়ী ৷ তাঁর পাল্টা অভিযোগ, ঘটনাস্থলে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে তাঁর গাড়ির ড্রাইভারকেও ৷ অজয় মিশ্র টেনির দাবি, তাঁর ছেলে কোনওভাবেই এই ঘটনায় জড়িত নয় ৷

Last Updated : Oct 4, 2021, 8:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details