পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা ইস্যুতে মূক কেন কেন্দ্র, সরব সোনিয়া গান্ধি - প্রধানমন্ত্রী

আজ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন সোনিয়া গান্ধি ৷ সেখানেই করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি ৷

congress-chief-sonia-gandhi-did-sharp-criticism-to-center-on-corona-situation-in-india
‘‘বজ্রের ন্যায় নীরব’’ কেন কেন্দ্র? করোনা ইস্যুতে সরব সোনিয়া গান্ধি

By

Published : Apr 17, 2021, 3:42 PM IST

Updated : Apr 17, 2021, 3:54 PM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ-এ স্বাস্থ্য পরিকাঠামো সহ অন্য়ান্য সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতার সমালোচনা করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধি ৷ সেই সঙ্গে একবছরের বেশি হয়ে গেলেও করোনাকে রুখতে কেন্দ্রের সঠিক পরিকল্পনার অভাব রয়েছে বলে অভিযোগ করলেন তিনি ৷ একই সঙ্গে দেশে ভ্যাকসিনের ঘাটতি নিয়েও স্বাস্থ্য মন্ত্রককে একহাত নেন সোনিয়া ৷ পাশাপাশি করোনার ভ্যাকসিনেশনের বয়সসীমা 25 বছরে করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেত্রী ৷

আজ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন সোনিয়া গান্ধি ৷ যে বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধিও অংশ নিয়েছিলেন ৷ সেখানেই করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি ৷ কেন্দ্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘‘এটা খুবই দুঃখজনক যে, একবছর প্রস্তুতির সময় পেয়েও আবারও ভারতে সংক্রমণ ধরা পড়ছে ৷’’ তাঁর মতে, মহামারির মতো জাতীয় সমস্যার বিরুদ্ধে লড়াই সবধরনের রাজনীতির ঊর্ধ্বে ৷ আর এই মুহূর্তে যে গতিতে ভারতে করোনার সংক্রমণ ছড়চ্ছে, তা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন সোনিয়া গান্ধি ৷

করোনার দ্বিতীয় স্রোত এবং তাঁর চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থানেরও সমালোচনা করেছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি ৷ তিনি কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীর সমালোচনা করে জানান, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে তিনি একটি চিঠি লিখেছিলেন ৷ যে চিঠির কোনও উত্তর সোনিয়া গান্ধির কাছে আসেনি ৷ এমনকি তাঁর দলের মুখ্য়মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে সময়ে সময়ে সাহায্য় চেয়ে চিঠি পাঠিয়েছিলেন ৷ যার মধ্যে কয়েকটি রাজ্যে কিছুদিনের ভ্যাকসিন পড়ে রয়েছে ৷ এমনকি বেশ কয়েকটি রাজ্যের হাসপাতালে অক্সিজেন ও ভেন্টিলেটর ব্যবস্থাও করা যাচ্ছে না ৷ কিন্তু এত সব সমস্যার কথা জানালেও, কেন্দ্রের একটি অংশ মূক হয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেত্রী ৷

আরও পড়ুন : করোনা নিয়ে ডাকা বৈঠকে যোগ দেননি মমতা, অভিযোগ মোদির

একই সঙ্গে এই সংক্রমণ রুখতে ভ্যাকসিনেশন বাড়ানোর কথা বলেছেন সোনিয়া গান্ধি ৷ তিনি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, সরকার আবারও ভ্যাকসিনেশনের বয়সসীমার বিষয়টিকে পুনর্বিবেচনা করুক ৷ সেই সঙ্গে তিনি কেন্দ্রের কাছে আবেদন করেছেন, যাতে 25 বছর ও তার ঊর্ধ্বে সবাইকে যেন ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ পাশাপাশি যাঁদের অ্যাজমা, ডায়বেটিস, কিডনি ও লিভারের সমস্যা রয়েছে এমন সববয়সীদেরই করোনার ভ্যাকসিন দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷

Last Updated : Apr 17, 2021, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details