নয়াদিল্লি, 17 ডিসেম্বর: চিন-ভারত সীমান্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য টুইট করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ চিনের ভারত সীমান্তে হামলার খবর প্রায় রোজ সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে ৷ দিনকয়েক আগেই অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে আসার চেষ্টা করে চিনের পিএলএ বাহিনী ৷ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তা প্রতিরোধ করে ৷ এরপর বর্ষীয়ান কংগ্রেস নেতা চিন নিয়ে চর্চার আবেদন জানালেন প্রধানমন্ত্রী মোদির কাছে (Mallikarjun Kharge tweets over CHINA PE CHARCHA targeting Narendra Modi) ৷
অশীতিপর কংগ্রেস নেতা টুইট করেন, "ডোকলামের 'ঝামপেরি রিজ' পর্যন্ত চিন এগিয়ে এসেছে ৷ এটা ভারতের কৌশলী 'শিলিগুড়ি করিডরের' জন্য বিপজ্জনক ৷ এটাই উত্তরপূর্বের রাজ্যগুলির প্রবেশপথ ৷ এটা আমাদের দেশের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত দুশ্চিন্তার ৷ নরেন্দ্র মোদিজি, কখন চিন নিয়ে চর্চা করবে ?"
মল্লিকার্জুন খাড়গে টুইটে দু'টি সংবাদপত্রের পৃষ্ঠার ছবি পোস্ট করেন ৷ তাতে একটিতে ডোকলামের কাছে চিনের রোপওয়ে, রাস্তার তৈরির সংবাদ প্রকাশিত হয়েছে ৷ আরেকটিতে জানানো হয়েছে, চিন-ভারত সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (line of actual control) প্রায় রোজই ভারতীয় জওয়ানদের সঙ্গে চিনের পিএলএ বাহিনীর সংঘাত বাধছে ৷ দিনে দিনে তা বাড়ছে ৷ কিন্তু ভারতীয় সেনা আধিকারিকদের এ বিষয়ে আলোচনা বা কোনও মন্তব্য করতে নিষেধ করা হয়েছে ৷