পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কেরালার কংগ্রেস প্রার্থীর - Kerala Assembly polls

প্রয়াত কেরালার কংগ্রেস নেতা ভি ভি প্রকাশ ৷ আজ সকালে সেখানকার একটি হাসপাতালে মৃত্য়ু হয় তাঁর ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্য়ু হয়েছে বলে জানানো হয়েছে ৷

vv
প্রয়াত কেরলের কংগ্রেস নেতা ভি ভি প্রকাশ

By

Published : Apr 29, 2021, 11:20 AM IST

মালাপ্পুরম, 29 এপ্রিল : প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা এবং নিলাম্বুরের ইউ ডি এফ প্রার্থী ভি ভি প্রকাশ ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে মৃত্য়ু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 56 বছর ৷

ভি ভি প্রকাশ ছিলেন মলাপ্পুরম জেলা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ৷ কংগ্রেসের তরফে জানানো হয়, হৃদরোগের পর তাঁকে মঞ্জেরি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ কিন্তু তাঁকে বাঁচানো যায়নি ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন- দেশে করোনার নয়া রেকর্ড ! একদিনে সংক্রমিত 3.79 লক্ষ, মৃত আরও 3645

জানা গেছে, গতকাল তিনি বুকে অস্বস্তি অনুভব করেন ৷ তারপর তাঁকে এডাক্কারা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ সেখান থেকে তাঁকে মঞ্জেরি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই মৃত্য়ু হয় ভি ভি প্রকাশের ৷ কয়েকমাস আগেই অ্য়াঞ্জিওপ্লাস্টি করা হয় ওই প্রবীণ কংগ্রেস নেতার ৷

আরও পড়ুন-প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী, কবির প্রয়াণের 8 দিনের মাথায় করোনাতেই মৃত্যু

তাঁর মৃত্য়ুর পর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন রাহুল গান্ধি ৷ তিনি লিখেছেন, "ভি ভি প্রকাশের মৃত্য়ুর ঘটনায় খুবই মর্মাহত ৷ তাঁর পরিশ্রম ও সৎ আদর্শের জন্য় তাঁকে সকলে মনে রাখবে ৷ তিনি সবসময় সাধারণ মানুষদের সাহায্য় করতেন ৷ তাঁর পরিবারের সদস্য়দের প্রতি আমার সমবেদনা রইল ৷ " এদিকে কেরালায় বিধানসভা নির্বাচনে যদি ভি ভি প্রকাশ জয়ী হন তাহলে সেই কেন্দ্রে পুনর্নির্বাচন করত হবে ৷

ABOUT THE AUTHOR

...view details