নয়াদিল্লি, 11 অগস্ট: লোকসভার সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ৷ বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শেষ হওয়ার মুখে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে সাসপেন্ড করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ সেই বিষয়ে জরুরি আলোচনার জন্য শুক্রবার সকাল সাড়ে 10টায় দলের সাংসদদের সংসদীয় অফিসে হাজির থাকতে বলেছেন সোনিয়া ৷
আজই বাদল অধিবেশনের শেষ দিন ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের লোকসভা সাংসদদের নিয়ে বৈঠক করবেন সোনিয়া গান্ধি ৷ বৃহস্পতিবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাবি ভাষণ ছিল ৷ তারপর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী অধ্যক্ষকে কংগ্রেসের লোকসভা নেতা অধীর চৌধুরীকে সাসপেন্ড করার প্রস্তাব দেন ৷ সেই সময় কংগ্রেসের কোনও সদস্য লোকসভায় উপস্থিত ছিলেন না ৷ এই পরিস্থিতিতে ধ্বনি ভোটে প্রস্তাবটি পাশও হয়ে যায় ৷ বহরমপুরের এই কংগ্রেস সাংসদের বিরুদ্ধে সংসদ কক্ষে নিয়ম-বিরুদ্ধ আচরণের অভিযোগ উঠেছে ৷ প্রিভিলেজ কমিটি রিপোর্ট পেশ না-করা পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন ৷