নয়াদিল্লি, 27 জুন:পঞ্চাশের দশকের বাংলা ছবি 'ছেলে কার'-এ মুখ্য চরিত্র বিকাশ রায়ের প্রাণের থেকেও প্রিয় ছিল তাঁর দত্তক নেওয়া ছেলে টমেটো ৷ তবে সেই টমেটোই তার স্বাস্থ্যের কারণে বিকাশ রায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ৷ তবে এ বার বাস্তবেও মাথাব্যাথার কারণ টমেটো ৷ রান্নায় অত্যন্ত জরুরি, অনেকেরই সাধের এই সবজির ক্রমবর্ধমান দাম গৃহস্থের পকেটের পাশাপাশি আগুন ধরিয়েছে রাজনীতিতেও ৷ টমেটোর দাম বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'ভুল নীতি'কেই দায়ী করেছে কংগ্রেস ৷ যদিও, কেন্দ্রের দাবি, এটা সাময়িক ৷ শিগগিরই কমে যাবে টমেটোর দাম ৷
সবজি বিক্রেতা এবং পাইকারী বিক্রেতারা টমেটো সরবরাহে ঘাটতির জন্য বৃষ্টিকে দায়ী করেছেন, যার ফলে অনেক শহরের খুচরা বাজারে রান্নাঘরের অন্যতম প্রধান এই উপাদানের দাম আকাশচুম্বী হয়েছে । টমেটোর ক্রমবর্ধমান দাম নিয়ে একটি মিডিয়া রিপোর্ট ট্যাগ করে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ মঙ্গলবার একহাত নিয়েছেন কেন্দ্রীয় সরকারকে ৷ তিনি টুইটারে লিখেছেন, "প্রধানমন্ত্রী টমেটো, পেঁয়াজ এবং আলুকে শীর্ষ অগ্রাধিকার হিসাবে বর্ণনা করেছিলেন । কিন্তু তাঁর ভুল নীতির কারণে...প্রথমে টমেটোকে রাস্তায় ছুড়ে ফেলার পরিস্থিতি হয় আবার তার প্রতি কেজি 100 টাকাতেও বিক্রি হয় !"
মহিলা কংগ্রেসের প্রধান নেত্তা ডি'সুজাও কেন্দ্রকে বিঁধে বলেছেন, ডাল উধাও, ময়দা উধাও, তেল উধাও, গরিবের প্লেট থেকে শাকসবজিও উধাও । তাঁর কথায়, "মোদিজি, আপনি বিদেশের অর্থনীতি নিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু মুদ্রাস্ফীতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে । নির্মলাজি, পেঁয়াজের পরে, আমাদের কি টমেটো খাওয়াও বন্ধ করা উচিত ?"