হায়দরাবাদ, 19 জুন: গীতা প্রেসকে 2021 সালের জন্য গান্ধি শান্তি পুরস্কার প্রদানকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হল কংগ্রেস ও বিজেপির মধ্যে ৷ বিরোধী দলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জুরির পছন্দের সঙ্গে হিন্দুত্ববাদী মতাদর্শী ভিডি সাভারকার ও মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে সম্মান করা সমান । কংগ্রেসের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি বলেছে যে, কংগ্রেসের উপর মাওবাদী প্রভাব রয়েছে ।
হিন্দুত্ববাদী মতাদর্শী ভিডি সাভারকার এবং মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে সম্মান জানানোর সঙ্গে জুরির সিদ্ধান্তকে সমতুল বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তারপরই বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসের সঙ্গে মাওবাদী সাদৃশ্যের কথা তুলে ধরেন ৷ রবিশংকর প্রসাদ বলেন, "রামমন্দির নির্মাণের পথে বাধা সৃষ্টিকারী কংগ্রেসের কাছ থেকে কী আশা করা যায় ? যে দল তিন তালাক নিষিদ্ধের বিরোধিতা করে...গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দেওয়ার সমালোচনা করার থেকে লজ্জাজনক আর কী হতে পারে ? আমরা এর নিন্দা জানাই । আমি ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে, যে দলটি একসময় দেশ শাসন করেছিল, এখন মাওবাদী মানসিকতার লোক রয়েছে সেখানে, তারা রাহুল গান্ধির উপদেষ্টা এবং গোটা দেশের এর বিরোধিতা করা উচিত ৷"
জয়রাম রমেশ 2015 সালে প্রকাশিত সাংবাদিক অক্ষয় মুকুলের একটি বইয়ের উল্লেখ করেছেন, যে বই গীতা প্রেস এবং মহাত্মা গান্ধির মধ্যে টানাপোড়েন সম্পর্কের কথা প্রকাশ করে । রবিশংকর প্রসাদ আবার প্রাক্তন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধিকে একই সারিতে টেনে এনে প্রশ্ন করেন যে, রমেশের মন্তব্যের সঙ্গে সোনিয়া একমত কি না ৷
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার প্রদানের বিষয়ে কংগ্রেসের সমালোচনার জন্যও তাদের আক্রমণ করে বলেছেন, "যারা মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ সংগঠন বলে মনে করে, তারা ছাড়া এতে কারও আপত্তি নেই । গীতা প্রেস ভারতের সংস্কৃতি, আমাদের নীতি এবং হিন্দু বিশ্বাসের সঙ্গে জড়িত এবং এটি সাশ্রয়ী মূল্যের সাহিত্য তৈরি করে যা প্রতিটি ঘরে পৌঁছে যায় ৷" নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন ৷
কংগ্রেসের যোগাযোগের সাধারণ সম্পাদক-ইন-চার্জ জয়রাম রমেশ রবিবার অভিযোগ করেছিলেন যে, গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত একটি 'প্রতারণা' এবং 'এটি সাভারকর এবং গডসেকে পুরস্কৃত করার মতো ।' রমেশের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে জিতেন্দ্র সিং বলেন, আর যাঁরা অভিযোগ তুলেছেন তাঁরা কারা ? তাঁরাই, যাঁরা বলেন মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ ছিল । কংগ্রেস ভুলে গিয়েছে যে, মুসলিম লিগই দ্বিজাতি তত্ত্ব দিয়েছে, ভারত ভাগ করেছে এবং পাকিস্তান সৃষ্টির কৃতিত্ব নিয়েছে ৷