নয়াদিল্লি, 3 মার্চ:জি-20 গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে বৃহস্পতিবার নয়াদিল্লিতে চিনা বিদেশমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে দেখা করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সীমান্ত ইস্যুতে যখন দুই দেশের বিবাদ চরমে রয়েছে, তখন এই বৈঠকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ৷ তাদের কটাক্ষ, লাল চোখ না-দেখিয়ে কেন্দ্র চিনের জন্য লাল কার্পেট পাতছে (Congress attacks Modi Government) ৷
শুক্রবার কংগ্রেস মুখপাত্র পবন খেরা জানান, জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছেন এবং সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেছেন ৷ তাঁর কথায়,"ভারতের মাটিতে দাঁড়িয়ে মোদি সরকারের বিদেশমন্ত্রী চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে সীমান্ত ইস্যুতে কথা বলছেন ৷ কিন্তু এই সরকার বিষয়টি নিয়ে সংসদে কথা বলতে রাজি নয় ৷"
কংগ্রেস মুখপাত্রের অভিযোগ, ভারত ও চিনা সেনার মধ্যে গালওয়ানের সংঘর্ষের প্রায় তিন বছর পরেও এই ইস্যুতে কোনও সমাধান মেলেনি ৷ উলটে ভারত 65টি পেট্রলিং পয়েন্টের মধ্যে 26টি পয়েন্টে নজরদারির অধিকার হারিয়েছে ৷ 2020 সালের মে মাসের আগে এই পরিস্থিতি ছিল না ৷ নরেন্দ্র মোদি সরকার এই বিষয়ে নীরব রয়েছে ৷