নয়াদিল্লি, 15 নভেম্বর: দলীয় পদ হারালেন শশী থারুর। তিরুঅনন্তপুরমের সাংসদকে অল ইন্ডিয়া প্রফেশানালস কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় দায়িত্বে এলেন প্রবীণ চক্রবর্তী। কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন পেশার সঙ্গে ব্যক্তিদের নিয়ে এই শাখাটি তৈরি। 2017 সালে এই শাখাটি তৈরির পর থেকেই চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ইউপিএ সরকারের আমলে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শশী। এবার তাঁকে সরিয়ে দেওয়া হল। ঠিক কী কারণে তাঁর পদ গেল তা নিয়ে দলের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল বুধবার বেশি রাতে প্রেস বিবৃতি জারি করে এই খবর জানিয়েছেন। তিনি জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অল ইন্ডিয়া প্রফেশানালস কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে প্রবীণ চক্রবর্তীকে নিযুক্ত করেছেন। পাশাপাশি, এতদিন চেয়ারম্যান হিসেবে শশী থারুর যেভাবে দায়িত্ব সামলেছেন তারও প্রশংসা করা হয়েছে বিবৃতিতে। কংগ্রেসের গঠনতন্ত্র অনুযায়ী কোনও শাখা সংগঠনের চেয়ারম্যান বা শীর্ষ পদে থাকলে সরাসরি এআইসিসির সদস্য হওয়া যায় । সেভাবেই এআইসিসি-র সদস্য হয়েছিলেন শশী। কোনও বিষয়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে কংগ্রেস কীভাবে পরিচালিত হবে তা ঠিক করেন এআইসিসির সদস্যরা।