পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Assembly Elections: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে 124 জনের নামের প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের - কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খারগে

কংগ্রেস কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Elections) 124 জন প্রার্থীর নামের প্রথম তালিকা প্রকাশ করেছে । প্রথম তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের নাম রয়েছে ।

Karnataka Assembly Elections
প্রার্থীদের নামের প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের

By

Published : Mar 25, 2023, 11:42 AM IST

নয়াদিল্লি, 25 মার্চ: কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস Congress announces first list of candidates) ৷ 124 জনের নামের তালিকা শনিবার প্রকাশ পেয়েছে ৷ এই তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া (Former CM Siddaramaiah) ও প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের ৷ সিদ্ধারামাইয়াকে বরুণা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে । তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ অন্যদিকে ডিকে শিবকুমার (State party president DK Shivakumar) কনকাপুরা বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন ৷ তবে এখনও এই রাজ্যে ভোটের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

এর আগে বুধবার কংগ্রেসের প্রার্থীদের নামের প্রথম তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল ৷ কিন্তু দলের রাজ্য সভাপতি জানান, তালিকা প্রকাশের তারিখে পিছিয়ে গিয়েছে । সিদ্ধারামাইয়া এবারের বিধানসভা নির্বাচনে কোন আসনে লড়বেন তা নিয়ে অনেক বিভ্রান্তি ছিল । এর জেরে অসস্তিতে পড়ে কংগ্রেস ৷ যার ফলে তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে দিতে হয় বলে সূত্রের খবর ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম প্রথম তালিকায় না-থাকলে নেতিবাচক বার্তা যেত বলে কংগ্রেসের তরফে মনে করা হয়েছিল । তাই তাঁর নাম অন্তর্ভুক্ত করে এদিন নতুন তালিকা প্রকাশ হল ৷ তালিকা অনুযায়ী, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরাকে কোরাতাগেরে (এসসি) আসন থেকে প্রার্থী করা হয়েছে । প্রাক্তন মন্ত্রী কে এইচ মুনিয়াপ্পা এবং প্রিয়াঙ্ক খারগে যথাক্রমে দেবনাহল্লি এবং চিতাপুর (এসসি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । প্রিয়াঙ্ক কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খারগের ছেলে ।

124 জনের নামের প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের

প্রসঙ্গত, কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি 17 মার্চ দিল্লিতে একটি বৈঠকের পর প্রার্থীদের নামের প্রথম তালিকা তৈরি করে । সেই কমিটির সভাপতিত্ব করেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে (Congress chief Mallikarjun Kharge) । বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধিও । কংগ্রেসই প্রথম দল যারা কর্ণাটকের নির্বাচনে তাদের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল । নির্বাচন কমিশন এখনও দক্ষিণ ভারতের রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি । তার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে বাকিদের চাপে ফেলতে চায় হাত শিবির। কর্ণাটকের বিধানসভা নির্বাচন মে মাসের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ কারণ সেসময় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে । কংগ্রেস দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে নিজেদের অধিকার বিস্তার করতে চাইছে ৷ বিজেপিকে সরিয়ে এই রাজ্যে আাবারও ক্ষমতায় ফিরতে চায় তারা। কংগ্রেসের নতুন সভাপতিও এই রাজ্যের নেতা । ফলত কংগ্রেসের খানিকটা হলেও বাড়তি তাগিদ যে আছে তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্ধারামাইয়া আগেই দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বিরুদ্ধে প্রচার চালালেও তিনি কোলার থেকে জয়ী হবেন । 2018 সালে সিদ্ধারামাইয়া কর্ণাটকের নির্বাচনে দুটি বিধানসভা আসন, চামুন্ডেশ্বরী এবং বাদামি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । তিনি চামুন্ডেশ্বরী আসন থেকে জেডি(এস) প্রার্থী জি টি দেবগৌড়ার কাছে বিপুল ভোটে হেরেছেন । তবে তিনি বাদামিতে অল্প জয়ের ব্যবধানে জিততে সক্ষম হন ।

আরও পড়ুন:মোদি-পদবি মন্তব্যে এবার পটনা হাইকোর্টে হাজিরা দিতে হবে রাহুলকে

ABOUT THE AUTHOR

...view details