নয়াদিল্লি, 20 ডিসেম্বর : লখিমপুর খেরি নিয়ে আলোচনার দাবিতে ফের একবার লোকসভায় অধিবেশন মুলতুবির প্রস্তাব দিল কংগ্রেস ৷ সেই সঙ্গে ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রের পদত্যাগ দাবি করা হয়েছে (Congress Demand Resignation of MoS Home Ajay Kumar Mishra) কংগ্রেসের তরফে ৷ এ দিন কংগ্রেস সাংসদ মনিক্কম ঠাকুর মুলতুবি প্রস্তাব আনেন (Adjournment Motion in Lok Sabha on Lakhimpur Kheri) ৷ প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরপ্রদেশ সরকারের তরফে গঠিত সিট লখিমপুরে খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনায় তার রিপোর্ট আদালতে জমা দিয়েছে ৷ সেই রিপোর্টে ওই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করা হয়েছে ৷
লখিমপুর খেরি কাণ্ডে আলোচনা চেয়ে আবার রাজ্যসভায় প্রস্তাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব ৷ রাজ্যসভার পূর্বনির্ধারিত সূচি স্থগিত রেখে লখিমপুর খেরির ঘটনা নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে কৃষকদের আন্দোলন চলাকালীন তাঁদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় কয়েকজন কৃষকের মৃত্যু হয় ৷ আহত হন কয়েকজন ৷ যে ঘটনায় আদালতের নির্দেশে উত্তরপ্রদেশ সরকার তদন্তের জন্য একটি সিট গঠন করে ৷ সেই তদন্তকারী দল আদালতে লখিমপুর খেরির ঘটনাকে পরিকল্পতি হামলা বলে জানিয়েছে ৷ সেই সঙ্গে অনিচ্ছাকৃত খুনের মামলার বদলে খুনের চেষ্টার মামলা লাগু করার সুপারিশও করে তদন্তকারী সিট ৷