আগরতলা (ত্রিপুরা), 14 জানুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় বাম ও কংগ্রেসের মধ্য়ে জোটের (Left and Congress Alliance in Tripura) সম্ভাবনা আরও বাড়ল ৷ এই নিয়ে ইতিমধ্য়ে সিপিএম ও কংগ্রেসের মধ্যে একটি বৈঠক হয়েছে ৷ সেখানেই একসঙ্গে ভোটে লড়ার বিষয়টি জানানো হয়েছে ৷ আসন সমঝোতার জন্য একটি কমিটিও তৈরি হয়েছে ৷
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) ত্রিপুরার ইনচার্জ অজয় কুমার, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এবং সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শুক্রবার সন্ধ্যায় একটি বৈঠক করেন ৷ বৈঠকটি হয় আগরতলায় সিপিএমের রাজ্য দফতরে ৷
বৈঠক শেষে এআইসিসি নেতা অজয় কুমার বলেন, “আমি এখানে আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করব । 2018 সালের নির্বাচনে বিজেপি একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি । বর্তমানে সরকার নয়, মাফিয়ারা এই রাজ্য চালাচ্ছে । তারা হোর্ডিং, দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে । জনসাধারণ এক প্লাটফর্মে আসার দাবি জানিয়েছেন । সেই কারণেই কংগ্রেস ও বামফ্রন্ট একসঙ্গে নির্বাচনে লড়ছে ।’’
তিনি আরও বলেন, “মূল বিষয় হল যে আমাদের নিশ্চিত করতে হবে বিজেপি (BJP) পরাজয় ৷ আমরা টিপ্রা মোথাকেও অনুরোধ করেছি এবং বিশ্বাস করি সবাই আমাদের সঙ্গে রাজ্যকে রক্ষা করবে । একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে, একজন 16 বছরের নাবালিকা মেয়েকে গণধর্ষণ করা হয়েছে এবং কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে ।’’