পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CPIM-Congress Alliance: ত্রিপুরায় জোটের পথে কংগ্রেস-সিপিএম, আসন সমঝোতা নিয়ে কমিটি গঠন - বিজেপি

মাসখানেক পরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ সেই ভোটে বাম ও কংগ্রেসের মধ্য়ে জোটের সম্ভাবনা আরও উজ্জ্বল হল ৷ আসন সমঝোতা নিয়ে গড়া হয়েছে একটি কমিটি ৷

CPIM-Congress Alliance
CPIM-Congress Alliance

By

Published : Jan 14, 2023, 6:29 PM IST

আগরতলা (ত্রিপুরা), 14 জানুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় বাম ও কংগ্রেসের মধ্য়ে জোটের (Left and Congress Alliance in Tripura) সম্ভাবনা আরও বাড়ল ৷ এই নিয়ে ইতিমধ্য়ে সিপিএম ও কংগ্রেসের মধ্যে একটি বৈঠক হয়েছে ৷ সেখানেই একসঙ্গে ভোটে লড়ার বিষয়টি জানানো হয়েছে ৷ আসন সমঝোতার জন্য একটি কমিটিও তৈরি হয়েছে ৷

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) ত্রিপুরার ইনচার্জ অজয় কুমার, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এবং সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শুক্রবার সন্ধ্যায় একটি বৈঠক করেন ৷ বৈঠকটি হয় আগরতলায় সিপিএমের রাজ্য দফতরে ৷

বৈঠক শেষে এআইসিসি নেতা অজয় কুমার বলেন, “আমি এখানে আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করব । 2018 সালের নির্বাচনে বিজেপি একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি । বর্তমানে সরকার নয়, মাফিয়ারা এই রাজ্য চালাচ্ছে । তারা হোর্ডিং, দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে । জনসাধারণ এক প্লাটফর্মে আসার দাবি জানিয়েছেন । সেই কারণেই কংগ্রেস ও বামফ্রন্ট একসঙ্গে নির্বাচনে লড়ছে ।’’

তিনি আরও বলেন, “মূল বিষয় হল যে আমাদের নিশ্চিত করতে হবে বিজেপি (BJP) পরাজয় ৷ আমরা টিপ্রা মোথাকেও অনুরোধ করেছি এবং বিশ্বাস করি সবাই আমাদের সঙ্গে রাজ্যকে রক্ষা করবে । একজন রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে, একজন 16 বছরের নাবালিকা মেয়েকে গণধর্ষণ করা হয়েছে এবং কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছে ।’’

তাঁর আরও দাবি, ‘‘একটি প্রতিশ্রুতিও পূরণ হয়নি । তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, পেশিশক্তি ব্যবহার করে এবং বিজ্ঞাপন দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে । আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে একটি দল, যাঁরা জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে আলোচনা করবে এবং আমাদের কৌশল এবং আসন চূড়ান্ত করবে । কংগ্রেস এবং সিপিএম-এর প্রতিনিধিদল একসঙ্গে বসবে এবং আসন সমঝোতা চূড়ান্ত করবে ৷”

যদিও, সিপিএমের জিতেন্দ্র চৌধুরী বলেন, “আজকে আমরা একটি নির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা করেছি ৷ আমরা খোলা মনে ত্রিপুরার জনগণের স্বপ্ন পূরণ করব ৷ গত পাঁচ বছরে বিজেপি সব লুটপাট করছে এবং সাংবিধানিক শৃঙ্খলা বিনষ্ট করেছে ৷ তাই ত্রিপুরাকে বাঁচাতে হবে৷ জনগণের ইচ্ছেকে সম্মান জানানোর জন্য এই কাজটি কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ।

তিনি আরও বলেন, ‘‘আমরা টিপ্রা মোথাকেও (TIPRA Motha) আমন্ত্রণ জানিয়েছি এবং তাঁর সঙ্গে কথা বলেছি । আজ অবধি তিনি বলেছিলেন যে তিনিও বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য মাঠে রয়েছেন ।’’

আরও পড়ুন:ত্রিপুরায় বিজেপি বিরোধী জোটের পক্ষে সওয়াল সিপিএমের

ABOUT THE AUTHOR

...view details