জয়পুর, 29 অক্টোবর:রাজস্থানের ভোটে স্বজন-পোষণের অভিযোগে বিদ্ধ যুযুধান দুই পক্ষ কংগ্রেস এবং বিজেপি । ইতিমধ্যেই বিজেপি এবং কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে । আর বিধানসভা নির্বাচনে দুটি প্রধান প্রতিদ্বন্দ্বীর প্রার্থী তালিকা নিয়েই শুরু হয়েছে বিতর্ক । এখনও পর্যন্ত দুই দলেরই এমন অন্তত 29 জন প্রার্থীকে চিহ্নিত করা গিয়েছে যারা নেতাদের আত্মীয় বা রাজনৈতিক পরিবারের অন্তর্গত।
রাজস্থানের 200টি বিধানসভা কেন্দ্রের মধ্যে, বিজেপি এখনও পর্যন্ত 124টি আসনে এবং ক্ষমতাসীন কংগ্রেস 95টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। উভয় দলের নেতারাই জানিয়েছেন, তারা তাদের নিজেদের দলের মধ্যে কোনও বিদ্রোহ এড়াতে সতর্ক পদক্ষেপ নিয়ে চলছে । নির্বাচনে তাদের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে এমন সব ক্ষেত্রেই তারা সতর্ক।
124 জন প্রার্থীর দুটি তালিকায়, বিজেপি অন্তত 11 জনকে টিকিট দিয়েছে যারা রাজ্যের বিশিষ্ট নেতাদের পরিবারের সদস্য। কংগ্রেস এখনও পর্যন্ত 95 জন প্রার্থী ঘোষণা করেছে । যার মধ্যে রাজনৈতিক পরিবারের সদস্য 18 জনকে টিকিট দিয়েছে কংগ্রেস। বিজেপির তালিকায় একাধিক নেতাদের ছেলে, মেয়ে, নাতনি ও পুত্রবধূ এবার প্রার্থী হয়েছেন। অনেকেই প্রার্থী তালিকা দেখে কটাক্ষের সুরে জানাচ্ছেন, আসলে দলের মধ্যে বিদ্রোহ দমন করতে মৃত নেতাদের পরিবারের সদস্যদের প্রতি যথাযথ মনোযোগ দিয়েছে গেরুয়া শিবির।
বিজেপি প্রয়াত সাংসদ সানওয়ার লাল জাটের ছেলে রামস্বরূপ লাম্বাকে নাসিরাবাদ আসন থেকে এবং প্রয়াত প্রাক্তন রাজ্যের মন্ত্রী দিগম্বর সিংয়ের ছেলে শৈলেশ সিংকে ডিগ-কুমহের আসন থেকে টিকিট দিয়েছে। 2018 সালের নির্বাচনে জয়ী লাম্বাকে ফের একবার প্রার্থী করেছে দল । তিনি এর আগে আজমেঢ় থেকে লোকসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । যদিও কংগ্রেসের রঘু শর্মার কাছে 80 হাজার ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন।
দেওলি-উনিয়ারা আসন থেকে গুর্জর নেতা কিরোদি সিং বেন্সলার ছেলে বিজয়, প্রাক্তন সাংসদ এবং পূর্ববর্তী জয়পুর রাজপরিবারের সদস্য গায়ত্রী দেবীর নাতনি দিয়া কুমারী বিদ্যাধর নগর থেকে, প্রাক্তন সাংসদ করনি সিংয়ের নাতনি সিদ্ধি কুমারী বিকানের পূর্ব লেক থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। শ্রীমাধোপুরের হরলাল সিং খারার ছেলে ঝাবর সিং খারা, মুন্দাওয়ারের প্রাক্তন বিধায়ক ধরমপাল চৌধুরীর ছেলে মনজিৎ চৌধুরী, নাগৌর থেকে প্রাক্তন সাংসদ নাথুরাম মিরধার নাতনি জ্যোতি মির্ধা, প্রাক্তন বিধায়ক গৌতম লাল মীনার ছেলে কানহাইয়া, প্রাক্তন মন্ত্রী কিরশা ও দীপার রাজওয়ানের ছেলে কানহাইয়া এবং মাকরানা থেকে প্রাক্তন বিধায়ক শ্রীরাম ভিঞ্চারের পুত্রবধূ সুমিতাকে প্রার্থী করেছে দল।