পানজিম, 10 মার্চ : বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতকে সত্যি করে গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস ও বিজেপির মধ্যে (Goa Assembly Poll Result) ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী 40 আসনের গোয়া বিধানসভায় বিজেপি কংগ্রেসের থেকে সামান্য কিছু সিটের ব্যবধানে এগিয়ে রয়েছে ৷ গোয়ায় সরকার গড়ার ম্যাজিক ফিগার 21 ৷
বিজেপি এগিয়ে রয়েছে 18 আসনে, কংগ্রেস 15 আসনে ৷ এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে ত্রিশঙ্কু হতে চলেছে গোয়া বিধানসভা ৷ সাঙ্কেলিম কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী প্রমোদ সাওয়ন্ত ৷