বেঙ্গালুরু, 6 মে: বিধানসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর দাবি করল কংগ্রেস ! তাদের দাবি, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে হত্যার ছক কষছে বিজেপি ৷ আগামী 10 মে রাজ্যে নির্বাচন ৷ তার আগে আজ শনিবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মহাসচিব তথা কর্ণাটক বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকা নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এই দাবি করেন ৷
তিনি সাংবাদিকদের জানান, একটি ঘৃণ্য, ক্ষতিকর পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তাঁর পরিবারকে খুন করার ছক কষছে গেরুয়া শিবির ৷ এই বৈঠকে সাংবাদিকদের একটি অডিয়ো ক্লিপ শোনানো হয় ৷ কংগ্রেস দাবি করে, সেটি আসন্ন নির্বাচনে চিত্তাপুরের বিজেপি প্রার্থী মনিকণ্ঠ রাঠোড়ের ৷ তাতে প্রার্থী খাড়গের সম্পর্কে কথা বলতে গিয়ে কুৎসিত ভাষা ব্যবহার করেছেন ৷ পাশাপাশি কংগ্রেস সভাপতি ও তাঁর পরিবারের সদস্যদের খুন করা নিয়েও আলোচনা করেছেন।
সুরজেওয়ালা বলেন, "চিত্তাপুরের বিজেপি প্রার্থীর এই রেকর্ডিং থেকে পরিষ্কার মল্লিকার্জুন খাড়গে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করা হয়েছে ৷ এই মনিকণ্ঠ রাঠোড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের চোখের মণি ৷" প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস নেতার অভিযোগ, তিনি এই সবকিছু জেনেও চুপ করে থাকবেন ৷ পাশাপাশি কর্ণাটক পুলিশ ও নির্বাচন কমিশনও এ নিয়ে কোনও কথা বলবে না ৷ তবে মানুষ চুপ করে না থেকে নির্বাচনে জবাব দেবেই বলে আশা সুরজেওয়ালার ।