সংসদের সেন্ট্রাল হলে ভাষণ কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরীর নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দিতে গিয়ে কৌশলে কেন্দ্রের মোদি সরকারকে বিঁধলেন অধীররঞ্জন চৌধুরী ৷ লোকসভায় কংগ্রেসের দলনেতার অভিযোগ, দেশে আয়ের যে ব্যাপক বৈষম্য রয়েছে, তা ভারতকে উন্নত দেশ হওয়ার পথে বড় বাধা দিচ্ছে ৷
উল্লেখ্য, সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন ৷ প্রথমদিন পুরনো সংসদ ভবনে অধিবেশন বসে ৷ মঙ্গলবার নতুন সংসদ ভবনে অধিবেশন বসবে ৷ তার আগে পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ই আয়ের বৈষম্য নিয়ে মোদি সরকারকে বিঁধেছেন বহরমপুরের সাংসদ ৷
তাঁর কথায়, মানব উন্নয়ন সূচকে 189টি দেশের মধ্যে ভারত 131তম স্থানে রয়েছে । ভারতের জনসংখ্যার 10 শতাংশ মোট সম্পদের 73 শতাংশ নিয়ন্ত্রণ করেছে, যেখানে 2017 সালে তৈরি করা সম্পদের 73 শতাংশ ধনী এক শতাংশের দিকে যাচ্ছে ৷ 2017 সালে দেশের 670 মিলিয়ন মানুষের সম্পদ এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ।
তিনি আরও বলেন, "দারিদ্র সীমার নিচে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের খাদ্য, বাসস্থান ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদাগুলি পূরণের প্রয়োজনীয়তা রয়েছে ৷ আর তা নিশ্চিত করার ক্ষেত্রে এই তীব্র বৈষম্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করছে ৷’’ তাঁর আরও দাবি, এই চ্যালেঞ্জ পেরিয়ে যাওয়ায়ই একটি উন্নত দেশের অগ্রসর হওয়ার পূর্বশর্ত ।
এ দিন সংসদের সেন্ট্রাল হলের অনুষ্ঠানে সমস্ত সাংসদ উপস্থিত ছিলেন ৷ এছাড়া পোডিয়ামে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দুই কেন্দ্রীয় তথা রাজ্যসভার নেতা মন্ত্রী পীযূষ গোয়েল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁদের উপস্থিতিতেই ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷
আরও পড়ুন:নয়া সংসদে ভবনেই ভারতের নতুন ভবিষ্যতের সূচনা হবে, সেন্ট্রাল হলে বললেন প্রধানমন্ত্রী মোদি