পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress-AAP Issues Whip: সাংসদদের উপস্থিত থাকতেই হবে, হুইপ জারি বিরোধী আপ-কংগ্রেসের - আম আদমি পার্টি

দিল্লিতে আমলাদের উপর নিয়ন্ত্রণ কার হাতে কবে তা নিয়ে রাজ্যের শাসকদল আম আদমি পার্টি (আপ)-এর সঙ্গে বিরোধ চরমে ওঠে কেন্দ্রীয় সরকারের ৷ জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতের সেই রায়কে না মেনে কার্যত গায়ের জোরে বিল পাশ করিয়ে আইন প্রণয়ন করতে চাইছে ৷ যা নিয়ে অবিজেপি সবকটি দলের কাছেই এই বিরোধিতা করার জন্য তদ্বির করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে ৷

Etv Bharat
প্রতিকী ছবি

By

Published : Aug 6, 2023, 8:31 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: দিল্লি পরিষেবা সংক্রান্ত বিল লোকসভার পর সোমবার রাজ্যসভায় আনছে কেন্দ্র ৷ আর তা নিয়ে সরকার-বিরোধী উভয় পক্ষেই প্রস্তুতি কার্যত তুঙ্গে ৷ বিজেপি আগেই তাদের সাংসদদের 7 তারিখ রাজ্যসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছিল ৷ এবার একে একে কংগ্রেস, আপ এবং জেডিইউ-এর মতো দলও তাদের সাংসদরা যাতে 100 শতাংশ উপস্থিত থাকে সোমবার তা নিশ্চিত করতে হুইপ জারি করল ৷ কংগ্রেস তার রাজ্যসভার সাংসদদের সোমবার 7 অগস্ট উচ্চকক্ষে উপস্থিত থাকার জন্য তিন লাইনের হুইপ জারি করেছে। রাজ্যসভায় আপ-এর মুখ্যসচেতক সুশীল কুমার গুপ্তাও সাংসদদের জন্য হুইপ জারি করেছে ৷

বিজেপি সূত্রে খবর, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় দিল্লি পরিষেবা (সংশোধনী) বিল পেশ করবেন ৷ একই সঙ্গে, ওই একই দিনে বিলের উপর আলোচনার পরই ভোটাভুটি চাইছে সরকার ৷ এরপর আর কালক্ষেপ করেনি আপ ৷ তাদের তরফে জারি করা হুইপে স্পষ্ট জানানো হয়েছে, ওইদিন সকাল 11টার মধ্যে আপ-এর সব সাংসদদের রাজ্যসভায় উপস্থিত হতে হবে ৷ একই সঙ্গে, যতক্ষণ পর্যন্ত না রাজ্যসভা মুলতুবি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাংসদরা হাউস ছাড়তে পারবেন না ৷ একইভাবে হুইপ জারি করেছে অবিজেপি 'ইন্ডিয়া' জোটের অন্যান্য দলগুলিও ৷

দিল্লিতে আমলাদের উপর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে রাজ্যের শাসকদল আম আদমি পার্টি (আপ)-এর সঙ্গে বিরোধ চরমে ওঠে কেন্দ্রীয় সরকারের ৷ জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ কেন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেয়, তা কার্যত আপ-এর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায় ৷ বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতের সেই রায়কে না মেনে কার্যত গায়ের জোরে বিল পাশ করিয়ে আইন প্রণয়ন করতে চাইছে ৷ যা নিয়ে অবিজেপি সবকটি দলের কাছেই এই বিরোধিতা করার জন্য তদ্বির করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে ৷

কংগ্রেস-সহ 'ইন্ডিয়া' জোটের 26টি দলই এই বিলের বিরোধিতা করে আপ-এর পাশে দাঁড়িয়েছ ৷ যদিও নবীন পট্টনায়েকের দল বিজেডি এবং জগনমোহন রেড্ডির দল এই ইস্যুতে বিজেপিকেই সমর্থন করেছে ৷ লোকসভাতেও তাদের দলের সাংসদরা বিলের পক্ষেই ভোট দিয়েছে ৷ সুতরাং মনে করা হচ্ছে দুই দলের মোট 18 জন সদস্য রাজ্যসভাতেও বিলের পক্ষেই ভোট দেবেন ৷ অন্যদিকে, রাজ্যসভায় মোট আসন 245 ৷ সেক্ষেত্রে বিজেপির একক 92 জন সাংসদ রয়েছে ৷ অন্যদিকে, বিরোধী জোটে রয়েছেন 31 জন সাংসদ ৷ তবে রাজনৈতিক মহলের দাবি, 294 (1) ধারা অনুযায়ী জাতীয় স্বার্থে কোনও বিল আনা হলে দুই তৃতীয়াংশ সদস্যের ভোটাভুটিতেই তা পাশ হয়ে যাবে ৷ সেক্ষেত্রে এই বিল রাজ্যসভায় পাশ করাতে বিজেপিকে খুব বেশি বেগ পেতে হবে না বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷

আরও পড়ুন: সোমবার রাজ্যসভায় দিল্লি বিল আনছে কেন্দ্র, সেদিনই ভোটাভুটির সম্ভাবনা

অন্যদিকে, জাতীয় রাজনীতি বিশেষজ্ঞদের মতে, যদি একান্তই মতভেদ তৈরি হয় বিল নিয়ে তবে এক্ষেত্রে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে পারেন ৷ এবং সেই অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ ৷ এই অধিবেশন মন্ত্রিসভাও ডাকতে পারে ৷ তবে সেক্ষেত্রে এই অধিবেশনে লোকসভার সংখ্যাগরিষ্ঠের শক্তিতেই বিল পাশ হয়ে যায় ৷ সুতরাং দিল্লি বিল পাশের ক্ষেত্রে যদি তেমন সম্ভাবনা আসে তবেও বিজেপির চিন্তার কোনও কারণ থাকছে না, অন্তত এমনটাই দাবি রাজনৈতিক মহলের ৷

ABOUT THE AUTHOR

...view details