নয়াদিল্লি, 6 অগস্ট: দিল্লি পরিষেবা সংক্রান্ত বিল লোকসভার পর সোমবার রাজ্যসভায় আনছে কেন্দ্র ৷ আর তা নিয়ে সরকার-বিরোধী উভয় পক্ষেই প্রস্তুতি কার্যত তুঙ্গে ৷ বিজেপি আগেই তাদের সাংসদদের 7 তারিখ রাজ্যসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছিল ৷ এবার একে একে কংগ্রেস, আপ এবং জেডিইউ-এর মতো দলও তাদের সাংসদরা যাতে 100 শতাংশ উপস্থিত থাকে সোমবার তা নিশ্চিত করতে হুইপ জারি করল ৷ কংগ্রেস তার রাজ্যসভার সাংসদদের সোমবার 7 অগস্ট উচ্চকক্ষে উপস্থিত থাকার জন্য তিন লাইনের হুইপ জারি করেছে। রাজ্যসভায় আপ-এর মুখ্যসচেতক সুশীল কুমার গুপ্তাও সাংসদদের জন্য হুইপ জারি করেছে ৷
বিজেপি সূত্রে খবর, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় দিল্লি পরিষেবা (সংশোধনী) বিল পেশ করবেন ৷ একই সঙ্গে, ওই একই দিনে বিলের উপর আলোচনার পরই ভোটাভুটি চাইছে সরকার ৷ এরপর আর কালক্ষেপ করেনি আপ ৷ তাদের তরফে জারি করা হুইপে স্পষ্ট জানানো হয়েছে, ওইদিন সকাল 11টার মধ্যে আপ-এর সব সাংসদদের রাজ্যসভায় উপস্থিত হতে হবে ৷ একই সঙ্গে, যতক্ষণ পর্যন্ত না রাজ্যসভা মুলতুবি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাংসদরা হাউস ছাড়তে পারবেন না ৷ একইভাবে হুইপ জারি করেছে অবিজেপি 'ইন্ডিয়া' জোটের অন্যান্য দলগুলিও ৷
দিল্লিতে আমলাদের উপর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে রাজ্যের শাসকদল আম আদমি পার্টি (আপ)-এর সঙ্গে বিরোধ চরমে ওঠে কেন্দ্রীয় সরকারের ৷ জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ কেন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেয়, তা কার্যত আপ-এর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায় ৷ বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতের সেই রায়কে না মেনে কার্যত গায়ের জোরে বিল পাশ করিয়ে আইন প্রণয়ন করতে চাইছে ৷ যা নিয়ে অবিজেপি সবকটি দলের কাছেই এই বিরোধিতা করার জন্য তদ্বির করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে ৷