পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিক্ষোভরত কৃষক ও সাংবাদিকদের আইনি সাহায্য দেবে কংগ্রেস - কৃষক বিক্ষোভ

কৃষকদের পাশে দাঁড়াতে নয়া প্রস্তাব পাশ হল কংগ্রেসে। ঠিক হয়েছে, বিক্ষোভরত কৃষক ও সাংবাদিকদের আইনি সহায়তা দিতে আগামী 48 ঘণ্টার মধ্যে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির প্রতিটি জেলায় আইনজীবীদের নিয়ে কমিটি তৈরি হবে।

Cong to offer legal aid to protesting farmers, journalists
বিক্ষোভরত কৃষক ও সাংবাদিকদের আইনি সাহায্য দেবে কংগ্রেস

By

Published : Feb 3, 2021, 11:21 AM IST

দিল্লি, 3 ফেব্রুয়ারি: বিক্ষোভরত কৃষক ও সাংবাদিকরা তাঁদের অভিযোগ জানাতে গেলে আইনি সাহায্য করবে কংগ্রেস। কংগ্রেসের শীর্ষ নেতাদের নিয়ে হওয়া একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে ছিলেন দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের কংগ্রেসের লিগাল সেলের নেতারা।

মঙ্গলবার কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ বিবেক তনখার নেতৃত্বে হয় এই বৈঠক। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির আইন বিভাগের প্রতিনিধিদল দিল্লির সীমানা এলাকায় গিয়ে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কথা বলবে। যে কোনও আইনি সাহায্যের ক্ষেত্রে তাঁরা এই দলকে যে পাশে পাবেন তা জানানো হবে।

আগামী 48 ঘণ্টার মধ্য়ে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির প্রতিটি জেলায় আইন দপ্তরের আইনজীবীদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে বলে কংগ্রেসের বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে। আইনজীবীদের নাম-ঠিকানা ও যোগাযোগের জন্য ফোন নম্বর জানিয়ে দেওয়া থাকবে। প্রস্তাবে বলা হয়েছে, ''সংশোধনাগারে, থানায় বা অন্য কোনও প্রশাসনের কাছে গিয়ে কথা বলুন। কৃষক সংগঠনগুলিকে তাঁদের নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি করতে সাহায্য করুন। কৃষকদের বিক্ষোভে অশান্তি যাতে না-ছড়ায় সে জন্য বিভিন্ন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। এই সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দাখিল করতে সাহায্য করবে লিগাল সেল।''

আরও পড়ুন:"পাশে আছি", রিহানার পর বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে টুইট থুনবার্গের

কৃষক বিক্ষোভে আটক হওয়াদের খুঁজে বের করা, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ও তাঁদের আইনি সহায়তা দিতে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লির আইন বিভাগের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেসের বৈঠকে।

ABOUT THE AUTHOR

...view details