নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর:নতুন সংসদ ভবনের স্থাপত্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ কংগ্রেসের ৷ শনিবার কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে যে, এটি গণতন্ত্র এবং আলোচনার পরিসরকে হত্যা করেছে ৷ বিজেপি 140 কোটি ভারতীয়র বিশ্বাস এবং আস্থাকে অপমান করেছে বলেও অভিযোগ হাত শিবিরের ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কটাক্ষ, নতুন সংসদ ভবনকে ‘মোদি মাল্টিপ্লেক্স বা মোদি ম্যারিয়ট’ বলা উচিত। এর পালটা কংগ্রেসকে একহাত নিয়েছে বিজেপি ৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, "এটা কংগ্রেস দলের সর্বনিম্ন মানসিকতার আরও একটি পরিচয়। এটি 140 কোটি ভারতীয়দের বিশ্বাসের অপমান ছাড়া আর কিছুই নয়।"
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রমেশ দাবি করেছেন, "সম্ভবত 2024 সালে শাসন পরিবর্তনের পরে নতুন সংসদ ভবনের জন্য আরও ভাল হবে ৷" একই সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে জয়রামরমেশ লিখেছেন, "এত প্রচারের সঙ্গে চালু হওয়া নতুন সংসদ ভবনটি আসলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যগুলি খুব ভালভাবে উপলব্ধি করেছে। এটিকে বলা উচিত মোদি মাল্টিপ্লেক্স বা মোদি ম্যারিয়ট। চার দিনের অধিবেশনের পর, আমি যা দেখলাম তা হল দুই কক্ষের অভ্যন্তরে এবং লবিতে গন্ডগোল এবং আলোচনার অপমৃত্যু। স্থাপত্য গণতন্ত্রকে হত্যা করতে পারে !"
জবাবে নাড্ডা এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, "এই প্রথমবার কংগ্রেস সংসদ বিরোধী কথা বলছে তা নয়। তারা 1975 সালেও একবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করেছিল এবং শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল ৷" নাড্ডার পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, "পরিবারতান্ত্রিক একটি দল ৷ ভারতকে মূল্যায়ন করা এবং যথাযথ যুক্তিযুক্ত করার জন্য, ইন্দিরা গান্ধি মেমোরিয়াল মিউজিয়ামও 1, সফদরজং রোড কমপ্লেক্সও অবিলম্বে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হবে ৷ কারণ দেশে পূর্ব প্রধানমন্ত্রীদের স্মৃতি এখন পিএম মিউজিয়ামে সংরক্ষিত ৷"
রমেশ আরও অভিযোগ করেছেন যে, নতুন সংসদ ভবনের হলগুলি কেবল আরামদায়ক বা কমপ্যাক্ট নয় বলে একে অপরকে দেখতে দূরবীনের প্রয়োজন হয়। তিনি দাবি করেছেন, "পুরণো সংসদ ভবনে শুধুমাত্র একটি নির্দিষ্ট আভা ছিল না, এটি আলোচনার জন্যও অনুকূল ছিল ৷ সংসদ ভবন, সেন্ট্রাল হল এবং করিডোরের মধ্যে হাঁটা সহজ ছিল। কিন্তু এই নতুন সংসদ ভবন আদতে অধিবেশন পরিচালনাকে সফল করার জন্য প্রয়োজনীয় যাবতীয় পরিসরকে দুর্বল করেছে ৷"