নয়াদিল্লি, 20 অগস্ট:24-এর ভোটের আগে সংগঠনে বড় রদবদল কংগ্রেসের ৷ নতুন ওয়ার্কিং কমিটিতে জায়গা হল শশী থারুর, সচিন পাইলটের সঙ্গেই দীপা দাসমুন্সিরও ৷ রবিবার 39 জন সদস্যের নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠন করেছেন সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আর সেখানেই দেখা গেল একাধিক নতুন মুখ ৷
সামনেই লোকসভা ভোট ৷ তার ছয় মাস আগে কংগ্রেসের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী এই ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) পুনর্গঠন করলেন খাড়গে ৷ কমিটির 39 জন সাধারণ সদস্য হলেও, এর সঙ্গেই 32 জন স্থায়ী আমন্ত্রিত সদস্যও রয়েছেন ৷ এর মধ্যে কিছু রাজ্যের প্রদেশ সভাপতি এবং পর্যবেক্ষককেও রাখা হয়েছে ৷ অন্যদিকে 13 জন বিশেষ আমন্ত্রিত সদস্যের মধ্যে যুব কংগ্রেস, ভারতের জাতীয় ছাত্র সংসদ, মহিলা কংগ্রেস এবং ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের সভাপতিদেরও রাখা হয়েছে।
তবে তাৎপর্যপূর্ণভাবে স্থায়ী কমিটিতে শশী থারুর, আনন্দ শর্মা এবং মুকুল ওয়াসনিকদের রাখা হয়েছে ৷ এরা সেই 23 জন নেতার গোষ্ঠীর অংশ ছিলেন যারা 2019-এর পর দলে সোনিয়া গান্ধির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ উল্লেখযোগ্যভাবে তাদেরই ফের নতুন ওয়ার্কিং কমিটির সাধারণ সদস্য করা হয়েছে ৷ একইভাবে, এই গ্রুপেরই অন্যতম দুই নেতা মণীশ তেওয়ারি এবং বীরাপ্পা মইলিকেও ওয়ার্কিং কমিটিতে নিয়ে আসা হয়েছে ৷ কংগ্রেসের বিবৃতি অনুসারে, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং প্রতিভা সিংকেও প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।