পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adhir Chowdhury Declined Invitation: কেন্দ্রের 'এক দেশ এক ভোট' কমিটি থেকে সরে দাঁড়ালেন অধীর চৌধুরী

'এক দেশ, এক ভোট' নিয়ে কেন্দ্রের নব গঠিত কমিটি থেকে সরে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ৷ 'এক দেশ, এক ভোট' সংক্রান্ত বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে কেন্দ্র ৷

Etv Bharat
অধীর চৌধুরী

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 10:31 PM IST

Updated : Sep 2, 2023, 11:02 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: 'এক দেশ, এক ভোট' নিয়ে কেন্দ্রের নব গঠিত কমিটি থেকে সরে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ৷ 'এক দেশ, এক ভোট' সংক্রান্ত বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে কেন্দ্র ৷ যেই কমিটিতে অধীর চৌধুরীকেও রাখা হয়েছিল ৷ কিন্তু শনিবার রাতেই অমিত শাহকে চিঠি দিয়ে কমিটির সদস্য পদ থেকে অব্য়াহতি চাইলেন অধীর চৌধুরী ৷ কমিটির সদস্য পদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে এদিন চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, "কমিটির দায়িত্ব পালন করতে আমি অস্বীকার করছি ৷ আমার কোনও দ্বিধা নেই, এই কমিটির সিদ্ধান্ত পূর্বনির্ধারিত রয়েছে ৷ শুধু মাত্র রেফারেন্স দেওয়ার জন্যই গঠন করা হয়েছে ৷ আমার ভয়, এটা সম্পূর্ণ চোখে ধুলো দেওয়ার জন্য করা হয়েছে ৷"

এদিন রাতেই 'এক দেশ, এক ভোট' নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার ৷ কমিটিতে অমিত শাহ, গুলামনবি আজাদ, হরিশ সালভের পাশাপাশি রাখা হয় অধীর চৌধুরীকেও ৷ একই সঙ্গে, কমিটির প্রতিটি বৈঠকে আমন্ত্রিত সদস্য হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ সেই কমিটি মূলত দেশে এক সঙ্গে লোকসভা, রাজ্য বিধানসভার পাশাপাশি স্থানীয় নির্বাচন (পৌরসভা ও পঞ্চায়েত)-এর ক্ষেত্রে যাবতীয় দিকগুলি খতিয়ে দেখবে ৷ সেই সঙ্গে, একসঙ্গে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে রাজ্য বিধানসভাতেও সংশোধনী আইন আনতে হবে কি না, তাও খতিয়ে দেখবে এই কমিটি ৷ কিন্তু সেই কমিটি থেকেই এবার সরে দাঁড়ালেন অধীর চৌধুরী ৷

আরও পড়ুন: 8 সদস্যের কমিটি গঠন, 'এক দেশ এক ভোট' নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় কেন্দ্র !

এদিন রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে অধীর চৌধুরী জানিয়েছেন, এই কমিটিতে থাকার জন্য তাঁকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল, তা তিনি গ্রহণ করতে পারছেন না ৷ তিনি লিখেছেন, "উপরন্তু আমি দেখতে পেয়েছি যে, রাজ্যসভার বর্তমান বিরোধী দলনেতাকে এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে। কমিটিতে তাঁকে রাখা হয়নি ৷ এটা পরিকল্পিতভাবে সংসদীয় গণতন্ত্রের অপমান। এই পরিস্থিতিতে, আপনার (অমিত শাহ) আমন্ত্রণ প্রত্যাখ্যান করা ছাড়া আমার কাছে কোনও বিকল্প নেই ৷"

Last Updated : Sep 2, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details