পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adhir Chowdhury Declined Invitation: কেন্দ্রের 'এক দেশ এক ভোট' কমিটি থেকে সরে দাঁড়ালেন অধীর চৌধুরী - লোকসভার বিরোধী দলনেতা

'এক দেশ, এক ভোট' নিয়ে কেন্দ্রের নব গঠিত কমিটি থেকে সরে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ৷ 'এক দেশ, এক ভোট' সংক্রান্ত বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে কেন্দ্র ৷

Etv Bharat
অধীর চৌধুরী

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 10:31 PM IST

Updated : Sep 2, 2023, 11:02 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: 'এক দেশ, এক ভোট' নিয়ে কেন্দ্রের নব গঠিত কমিটি থেকে সরে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ৷ 'এক দেশ, এক ভোট' সংক্রান্ত বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে কেন্দ্র ৷ যেই কমিটিতে অধীর চৌধুরীকেও রাখা হয়েছিল ৷ কিন্তু শনিবার রাতেই অমিত শাহকে চিঠি দিয়ে কমিটির সদস্য পদ থেকে অব্য়াহতি চাইলেন অধীর চৌধুরী ৷ কমিটির সদস্য পদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে এদিন চিঠিতে অধীর চৌধুরী লিখেছেন, "কমিটির দায়িত্ব পালন করতে আমি অস্বীকার করছি ৷ আমার কোনও দ্বিধা নেই, এই কমিটির সিদ্ধান্ত পূর্বনির্ধারিত রয়েছে ৷ শুধু মাত্র রেফারেন্স দেওয়ার জন্যই গঠন করা হয়েছে ৷ আমার ভয়, এটা সম্পূর্ণ চোখে ধুলো দেওয়ার জন্য করা হয়েছে ৷"

এদিন রাতেই 'এক দেশ, এক ভোট' নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার ৷ কমিটিতে অমিত শাহ, গুলামনবি আজাদ, হরিশ সালভের পাশাপাশি রাখা হয় অধীর চৌধুরীকেও ৷ একই সঙ্গে, কমিটির প্রতিটি বৈঠকে আমন্ত্রিত সদস্য হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ৷ সেই কমিটি মূলত দেশে এক সঙ্গে লোকসভা, রাজ্য বিধানসভার পাশাপাশি স্থানীয় নির্বাচন (পৌরসভা ও পঞ্চায়েত)-এর ক্ষেত্রে যাবতীয় দিকগুলি খতিয়ে দেখবে ৷ সেই সঙ্গে, একসঙ্গে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে রাজ্য বিধানসভাতেও সংশোধনী আইন আনতে হবে কি না, তাও খতিয়ে দেখবে এই কমিটি ৷ কিন্তু সেই কমিটি থেকেই এবার সরে দাঁড়ালেন অধীর চৌধুরী ৷

আরও পড়ুন: 8 সদস্যের কমিটি গঠন, 'এক দেশ এক ভোট' নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় কেন্দ্র !

এদিন রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে অধীর চৌধুরী জানিয়েছেন, এই কমিটিতে থাকার জন্য তাঁকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল, তা তিনি গ্রহণ করতে পারছেন না ৷ তিনি লিখেছেন, "উপরন্তু আমি দেখতে পেয়েছি যে, রাজ্যসভার বর্তমান বিরোধী দলনেতাকে এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে। কমিটিতে তাঁকে রাখা হয়নি ৷ এটা পরিকল্পিতভাবে সংসদীয় গণতন্ত্রের অপমান। এই পরিস্থিতিতে, আপনার (অমিত শাহ) আমন্ত্রণ প্রত্যাখ্যান করা ছাড়া আমার কাছে কোনও বিকল্প নেই ৷"

Last Updated : Sep 2, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details