লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 26 নভেম্বর: ধর্ষণের (Rape) পর খুনের (Murder) ঘটনায় আক্রান্ত পরিবারকে আর্থিক সাহায্যের জন্য চেক দিয়েছিল কংগ্রেস (Congress) ৷ কিন্তু সেই চেক বাউন্স (Cheque Bounce) করে বলে অভিযোগ ৷ সেই কারণে তিন কংগ্রেস নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে ৷
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কংগ্রেস নেতাদের নাম বীরেন্দ্র কুমার, ওয়াইকে শর্মা ও অমিত জানি ৷ যদিও কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে ৷ রাজনৈতিক অভিসন্ধীতে এই অভিযোগ করা হয়েছে বলে তাদের দাবি ৷
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নিঘাসানে দুই দলিত বোনকে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে ৷ গত 14 সেপ্টেম্বর ঘটনাটি ঘটে ৷ ওইদিন বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আখ খেতের পাশে একটি গাছে ওই দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় ছ’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্য়ে দু’জন নাবালক ৷