পাতিয়ালা, 1 এপ্রিল: প্রায় 10 মাস কারাবন্দি থাকার পর জেল থেকে ছাড়া পেলেন পঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু ৷ এদিন বিকেলে তিনি ছাড়া পাতিয়ালা সেন্ট্রাল জেল থেকে ৷ সিধুর বিরুদ্ধে অভিযোগ ছিল, গাড়ি রাখা নিয়ে বচসার জেরে তিনি এক বৃদ্ধকে চড় মারেন, জার জেরে ওই ব্যক্তির মৃত্যু হয় ৷ 1988 সালের এই ঘটনাতেই দোষী সাব্যস্ত হন পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ তাঁর এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ এদিন জেল থেকে বেরিয়েই রাহুল গান্ধির প্রশংসা করেন সিধু ৷ বলেন, "রাহুল গান্ধি এক বিপ্লবের নাম ৷"
এদিন জেল থেকে মুক্তি পেয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন সিধু ৷ রাহুল গান্ধির পাশে দাঁড়িয়ে তিনি বলেন,"এই মুহূর্তে দেশে গণতন্ত্র বলে কিছু নেই ৷ সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে ৷ পঞ্জাবেও রাষ্ট্রপতি শাসন লাগুর চক্রান্ত হচ্ছে ৷ কিন্তু দেশে একনায়কের আবির্ভাব হয়েছে তখনই বিপ্লব হয়েছে ৷ আর এখন এই বিপ্লবের নাম রাহুল গান্ধি ৷ এই সরকারকে উৎখাত করবেন রাহুল ৷"