পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah Slams Cong: দেশকে প্রথম ওবিসি প্রধানমন্ত্রী দিয়েছে বিজেপি, দাবি শাহের - দেশের প্রথম ওবিসি প্রধানমন্ত্রী

প্রায় 60 বছরের শাসনকালে দেশের অনগ্রসর শ্রেণীর জন্য কোনও কাজই করেনি কংগ্রেস ৷ বরং তাদের অপমান করেছে গান্ধি পরিবার ৷ পালটা বিজেপি দিয়েছে দেশের প্রথম ওবিসি প্রধানমন্ত্রী ৷ এমনই দাবি করলেন অমিত শাহ ৷

Etv Bharat
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

By

Published : May 21, 2023, 11:39 PM IST

আহমেদাবাদ, 21 মে: কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ ৷ রবিবার বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তাদের শাসনকালের কথা স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, অনগ্রসর শ্রেণীকে হয়রানি ও অপমান করেছে তৎকালীন কংগ্রেস সরকার ৷ সেই সঙ্গে জোর দিয়ে জানিয়েছেন, বিজেপিই দেশকে প্রথম ওবিসি প্রধানমন্ত্রী দিয়েছে। নরেন্দ্র মোদি দেশের প্রথম অনগ্রসর জাতির প্রধানমন্ত্রী বলেও দাবি করেছেন শাহ ৷

মোদি সম্প্রদায়ের একটি জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী মোদি ওবিসিদের যথাযথ সম্মান দিয়েছেন ৷ সেই সঙ্গে তাঁর দাবি, দরিদ্র নাগরিকদের ব্যথা বুঝতে পারেন তিনি, কারণ প্রধানমন্ত্রী নিজেই এমন একটি পরিবারে জন্মেছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে, 2019 সালের একটি ফৌজদারি মানহানির মামলায় তাঁর 'মোদি উপাধি' মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত হওয়ার কথা উল্লেখ করে শাহ কটাক্ষের সুরে বলেন, "কেউ যদি একজন ব্যক্তিকে অপমান করে তবে সেটা বড় কথা নয়, তবে কেউ যদি সমগ্র সম্প্রদায় এবং প্রধানমন্ত্রীকে অপমান করে, তবে তা পুরো দেশের জন্য অপমান।"

শনিবার থেকে নিজের রাজ্য গুজরাতে দু'দিনের সফরে রয়েছেন অমিত শাহ। দ্বিতীয়দিন তিনি বলেন, "কেন্দ্রে তাদের শাসনকালে কংগ্রেস শুধুমাত্র ওবিসিদের অবহেলা, হয়রানি এবং অপমান করেছিল। বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই, প্রধানমন্ত্রী মোদি ওবিসি সম্প্রদায়কে তার যথাযথ সম্মান দিয়েছেন এবং বিজেপিই প্রথম ওবিসিদের দিয়েছিল দেশের প্রধানমন্ত্রী ৷" তিনি মোদি সম্প্রদায়ের সদস্যদের জানান, যে ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকজন ওবিসি মুখ্যমন্ত্রীও দিয়েছে এবং ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদাও দিয়েছে বলে দাবি তাঁর। পিছিয়ে পড়া শ্রেণীর জন্য মোদী সরকারের নেওয়া অন্যান্য উদ্যোগগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় এবং নবোদয় বিদ্যালয় স্কুলে সংরক্ষণ প্রবর্তন, এনইইটি পরীক্ষায় সংরক্ষণ চালু এবং ওবিসি উদ্যোক্তাদের জন্য একটি পৃথক তহবিল তৈরি করার মতো কাজও করেছে বর্তমান কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি তাঁর৷

এর সঙ্গেই শাহের সংযোজন, "কংগ্রেস প্রায় 56 বছর ধরে দেশ শাসন করেছে। কিন্তু ওবিসিদের জন্য কখনোই কিছুই করেনি। অন্যদিকে, মোদি ন'বছরে ওবিসিদের জন্য অনেক কিছু করেছেন। উপরন্তু, মোদি সবসময় গরীব মানুষের জন্য চিন্তিত। তিনি বুঝতে পারেন দরিদ্রদের বেদনা । কারণ, তিনি নিজেই এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ৷" তাঁর মতে, কেন্দ্রের বিজেপি সরকার 13 কোটি বাড়িতে রান্নার গ্যাস সংযোগ দিয়েছে, 10 কোটি শৌচালয় তৈরি করেছে, তিন কোটি বাড়িতে বিদ্যুৎ দিয়েছে এবং অভাবী নাগরিকদের জন্য তিন কোটি বাড়ি তৈরি করেছে।

আরও পড়ুন:মর্সবিতে মোদি-ম্যানিয়া ! পাঁ ছুয়ে প্রণাম নিউ গিনির রাষ্ট্রপ্রধানের, বুকে টেনে নিলেন নমো

ABOUT THE AUTHOR

...view details