গুয়াহাটি, 13 সেপ্টেম্বর:কৃষকদের জন্য আনা কেন্দ্রের প্রকল্প থেকে প্রভাব খাটিয়ে আর্থিক সুবিধা গ্রহণ ও ভরতুকি নেওয়ার অভিযোগ উঠেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিঙ্কি ভুইয়াঁ শর্মার বিরুদ্ধে ৷ অসমের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় দলের ডেপুটি লিডার গৌরব গগৈ বুধবার এই অভিযোগ এনে একাধিক পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷
কংগ্রেসের মূল অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে ভরতুকি বাবদ 10 কোটি টাকার সুবিধা পেয়েছেন রিঙ্কি ভুইয়াঁ শর্মা ৷ গৌরব গগৈয়ের দাবি, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর সংস্থা প্রাইড ইস্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের জন্য প্রভাব খাটিয়ে কেন্দ্রের কিষাণ সম্পদা যোজনা থেকে এই বিপুল আর্থিক সুবিধা লাভ করেছেন হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী ৷ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এই প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্র ৷ এই প্রকল্পের আওতায় পরিকাঠামো উন্নয়ন, চাষের জমি থেকে রিটেল দোকান সংস্থা পর্যন্ত খাদ্যপণ্য পৌঁছে দিতে আর্থিক সুবিধা দেওয়া হয় ৷
কংগ্রেস সাংসদ গৌরব এই প্রসঙ্গে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রভাব খাটিয়ে তাঁর স্ত্রী'র সংস্থাকে 10 কোটি টাকার ওই আর্থিক ভরতুকি পাইয়ে দিয়েছেন ৷ কেন্দ্রীয় সরকারের প্রকল্প কী বিজেপিকে বিত্তবান করার জন্য ?"