ঔরঙ্গাবাদ, 25 ফেব্রুয়ারি: ঔরঙ্গাবাদের নাম বদলে হল ছত্রপতি সম্ভাজিনগর ৷ শিবসেনার মধ্যে বিভাজন হলেও এই বিষয়ে উদ্ধব ও শিন্ডে শিবির একমত ৷ তাই রীতিমতো উৎসব হয়েছে এই নাম বদলানো নিয়ে ৷ কিন্তু এই নতুন নাম জেলা সদর দফতরেও ব্যবহার করা হবে কি ? শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) মহারাষ্ট্র সরকারের ঔরঙ্গাবাদকে ছত্রপতি সম্ভাজিনগর এবং ওসমানাবাদকে ছত্রপতি ধারাশিভ নামকরণের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ৷ তাও নাকি প্রশাসনিক স্তরে বিষয়টি স্পষ্ট নয় ৷
সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের এই বিষয়ক ছাড়পত্র সত্ত্বেও বিজ্ঞপ্তি ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ সরকারিভাবে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন হয়েছে কি ? রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরেও নাম বদলানোর ব্যাপারটি পরিষ্কার নয় ৷ মন্ত্রক এ প্রসঙ্গে কোনও ব্যাখ্যা না-দেওয়া পর্যন্ত ইস্যুটি অস্বচ্ছ থেকে যাবে ৷
ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে বিজেপি, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং একনাথ শিন্ডের শিবসেনা- সবাই স্বাগত জানিয়েছে ৷ নামকরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শিন্ডে শিবিরের নেতা তথা মন্ত্রী সন্দীপন ভুমরে এবং বিজেপি বিধায়ক ও মন্ত্রী অতুল সাভে মিডিয়া সেন্টারে উৎসব পালন করেছে বলা যায় ৷