পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nikki Yadav murder case: শ্বাসরোধ করেই খুন নিক্কি যাদবকে, প্রেমিকের 5 দিনের পুলিশ হেফাজত - Nikki Yadav murdered

দিল্লিতে নিক্কি যাদব নামের যুবতীকে খুনের ঘটনায় তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয় বলে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে (Nikki Yadav murdered) ৷

ETV Bharat
নিক্কি যাদব ও তাঁ প্রেমিক

By

Published : Feb 15, 2023, 11:02 PM IST

নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: শ্বাসরোধ হয়েই মৃত্যু হয় হরিয়ানার 25 বছর বয়সী যুবতী নিক্কি যাদবের ৷ ময়নাতদন্তের রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে বলে বুধবার দাবি করা হয়েছে দিল্লি পুলিশের একটি সূত্রে ৷ এর আগেই অভিযোগ উঠেছিল, একটি চার্জিং কেবল দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে নিক্কিকে খুন করে তাঁর প্রেমিক সাহিল গেহলত ৷ মঙ্গলবার দিল্লির মিত্র গ্রামে একটি ধাবার ফ্রিজ থেকে ওই যুবতীর দেহ উদ্ধার হয় (Nikki Yadav post-mortem report) ৷

পুলিশ জানিয়েছে, নিক্কির গলায় ফাঁসের চিহ্ন মিলেছে, তবে তাঁর শরীরে আর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ৷ তবে ঠিক কবে ওই যুবতীকে খুন করা হয়, তা জানতে তাঁর শরীরের নমুনা ভিসেরা পরীক্ষার জন্য পাঠান হয়েছে ৷ দিল্লিতে কয়েক মাস আগে সামনে আসা শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের সঙ্গে এই ঘটনার মিল পাচ্ছে পুলিশ ৷ শ্রদ্ধাকেও তাঁর প্রেমিক খুন করে তাঁর দেহ 35 টুকরো করে ফ্রিজে রেখে দেয় ৷ গত বছর মে মাসে এই ঘটনা ঘটলেও প্রায় 6 মাস পর নভেম্বরে তা পুলিশ জানতে পারে (Delhi Murder case) ৷

দিল্লির উত্তম নগরে ভাড়া থাকতেন নিক্কি ৷ সেখানকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা ৷ গত পাঁচ মাস ধরে এই ভাড়ার ফ্ল্যাটে তাঁর এক বোনের সঙ্গে থাকছিলেন ওই যুবতী ৷ সাহিলের নিয়মিত তাঁর ফ্ল্যাটে যাতায়াত ছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা ৷ জানা গিয়েছে, নিক্কির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও অন্য মহিলাকে বিয়ের সিদ্ধান্ত নেন সাহিল গেহলত ৷ এই নিয়ে দু'জনের মধ্যে বিবাদের সূত্রপাত ৷

আরও পড়ুন: ফিরল শ্রদ্ধা হত্যাকাণ্ডের স্মৃতি ! দিল্লিতে প্রেমিকাকে খুন করে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগে ধৃত যুবক

তবে পুলিশের অনুমান, 9 অথবা 10 ফেব্রুয়ারি খুন করা হয়ে থাকতে পারে নিক্কিকে ৷ 9 ফেব্রুয়ারি সাহিলের এনগেজমেন্ট হয় বলেও জানা গিয়েছে ৷ তবে কি এনগেজমেন্টের দিনই নিক্কিকে খুন করে সাহিল, এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷ নিক্কির পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ধৃত সাহিল গেহলতের 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details