দিল্লি, 12 নভেম্বর : "তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে ভারতরত্ন দেওয়ার বিষয়টি বিবেচনা করুন ।" এমনই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং BJP নেতা শান্তা কুমার ।
দলাই লামাকে ভারতরত্ন দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি BJP নেতার - তিব্বতি ধর্মগুরু দলাই লামা
রাষ্ট্রসংঘে তিব্বতের বিষয়টি ভারতের উত্থাপন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, "তিব্বতের গণহত্যা একবিংশ শতাব্দীর বৃহত্তম ট্র্যাজেডি ।"
Dalai Lama
রাষ্ট্রসংঘে তিব্বতের বিষয়টি ভারতের উত্থাপন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, "তিব্বতের গণহত্যা একবিংশ শতাব্দীর বৃহত্তম ট্র্যাজেডি ।"
চিঠিতে তিনি লিখেছেন, "চিন গোটা বিশ্বের কাছেই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এবং লাদাখে ভারতের সীমাও লঙ্ঘন করেছে । চিনের তরফে সবচেয়ে বড় হুমকির মুখে ভারত । আজ বিশ্বে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিন । 1950 সালের ভয়াবহ ভুল সংশোধন করার এটি একটি সুবর্ণ সুযোগ ।"