পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Odisha Train Accident: বালাসোরে রেল বিপর্যয়, মর্মান্তিক দুর্ঘটনায় শোকজ্ঞাপন পুতিন-সহ অন্যান্য রাষ্ট্রনেতাদের - Odisha Train Accident

দেশে তো বটেই বিদেশের মানুষকেও হতবাক করে দিয়েছে ওড়িশার বালাসোরে হওয়া ট্রেন দুর্ঘটনা ৷ করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস এবং আরেকটি মালগাড়ির মধ্যে হওয়া দুর্ঘটনায় মৃতের সংখ্য়া আড়াইশো ছাড়িয়েছে ৷ দেশ এমনকী বিদেশ থেকেও শোকবার্তা পৌঁছেছে প্রধানমন্ত্রীর কাছে ৷

ETV Bharat
বালাসোরে ট্রেন দুর্ঘটনা

By

Published : Jun 3, 2023, 2:50 PM IST

Updated : Jun 3, 2023, 3:40 PM IST

বালাসোর, 3 মে: মৃতের সংখ্যার নিরিখে দেশের মাটিতে ঘটে যাওয়া চতুর্থ ভয়াবহ এটি ৷ শুক্রবার ওড়িশার বালাসোর স্টেশনের কাছে বাহাঙ্গায় ট্রেন দুর্ঘটনা তোলপাড় গোটা দেশ ৷ দেশ তো বটেই, দেশের বাইরেও এই ট্রেন দুর্ঘটনায় শিউরে উঠেছেন মানুষ, মর্মাহত সকলেই ৷ ওড়িশার ট্রেন বিপর্যয়ের ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর একে একে শোকজ্ঞাপন করলেন অন্যান্য রাষ্ট্রনেতারাও ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে সদ্য ভারত সফরে আসা নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলও শোকবার্তা পাঠিয়েছেন ওড়িশার রেল বিপর্যয়ের ঘটনায় ৷

শুক্রবার রাত 10টা নাগাদ টুইট করে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি লেখেন, "ওড়িশার বালাসোরে এই দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত ৷ যাঁরা স্বজনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷" উদ্ধারকার্যের সফলতা চেয়ে প্রার্থনা করেন তিনি ৷ আহতদের আরোগ্য কামনা করেছেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশায় আসছেন কিছুক্ষণের মধ্যেই ৷ তিনিও গতকাল রাতে টুইট করে ওড়িশার ট্রেন দুর্ঘটনায় বিপর্যস্ত ৷ তিনিও শোকাহত পরিবারের প্রতি তাঁর সহানুভূতি জানিয়েছে ৷ এই অবস্থায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আজ সকালে জরুরি ভিত্তিতে একটি বৈঠকও করেছেন নরেন্দ্র মোদি ৷ ক্রেমলিন শোকবার্তায় জানিয়েছেন, ওড়িশায় ট্রেন দুর্ঘটনার মর্মান্তিক পরিণতির জন্য আমরা গভীরভাবে মর্মাহত ৷ বিপর্যয়ে মৃতদের পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা ৷ যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি ৷"

আরও পড়ুন: হাজারেরও বেশি যাত্রী নিয়ে বালাসোর থেকে হাওড়ায় আসছে দু'টি ট্রেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করমণ্ডল এক্সপ্রেসের এই দুর্ঘটনা নিয়ে টুইট করে লেখেন, "তিনি স্তব্ধ হয়ে গিয়েছেন ৷" শনিবার দুপুরে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ বালাসোরে আটকে থাকা যাত্রীদের নিয়ে দু'টি ট্রেন আজই হাওড়ায় আসছে বলেও জানা গিয়েছে ৷

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এখন আমেরিকায় ৷ সেখান থেকে তিনি ওড়িশার বালাসোরে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ শোকাহত পরিবারের প্রতি সহানুভূতির বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা ৷ আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন তিনি ৷ দেশের এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা-কর্মীদের উদ্ধারকার্য থেকে শুরু করে যে কোনও ভাবে এগিয়ে আসার আর্জি জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল একটি শোকবার্তায় দুঃখ প্রকাশ করেছেন ৷ প্রধানমন্ত্রীকে তাঁর বার্তা পাঠিয়েছেন ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি কাসাবা কোরোসিও এই ট্রেন দুর্ঘটনায় গভীর ভাবে দুঃখ প্রকাশ করেছে ৷ তিনি মৃত ও আহতদের জন্য প্রার্থনা করছেন ৷

আরও পড়ুন: দুর্ঘটনায় সাহায্যের আশ্বাস দিয়েও কেন্দ্রের বিরুদ্ধে রেলমন্ত্রককে অবহেলা করার অভিযোগ মমতার

Last Updated : Jun 3, 2023, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details