নয়াদিল্লি, 27 মে : শুক্রবার লাদাখে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 9 সেনা জওয়ান (9 Indian Army soldiers lost their lives so far in a vehicle accident in Ladakh) ৷ পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় সেনাদের একটি বাস প্রায় 50 ফুট নিচে শিয়ক নদীতে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর ৷ ঘটনায় আহত হয়েছেন আরও 17 জন জওয়ান ৷ কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা ?
পাহাড়ি লাদাখের রাস্তা এমনিতেই অনেক বিপদসঙ্কুল ৷ এখানে কর্মরত সেনা জওয়ানদের শুধুমাত্র যে শত্রুপক্ষের কথা মাথায় রাখতে হয় তাই নয়, প্রাকৃতিক দিক দিয়েও এই অঞ্চল বেশ দুর্গম ৷ তীব্র ঠান্ডা, উঁচু পর্বতের বুক চিড়ে যাওয়া রাস্তা, সঙ্গে অক্সিজেনের অপ্রতুলতা ৷ দুর্গম এই অঞ্চলে কর্মরত সেনা জওয়ানদের সর্বদা সতর্ক থাকতে হয় ৷ পাহাড়ের পাথুরে রাস্তায়, ঠান্ডা হাওয়ার মধ্যে গাড়ি চালানো রীতিমতো এক চ্যালেঞ্জের বিষয় ৷ যেখানে একটি ছোট ভুলও ডেকে আনতে পারে বড় কোনও বিপর্যয় ৷ শুক্রবার লাদাখ থেকে সিয়েচেন যাওয়ার দুর্গম রাস্তায় সেনা গাড়িটি দুর্ঘটনায় পড়ে ৷
বছরের এই সময় শিয়ক নদীতে জল প্রবাহের গতি অত্যন্ত বেশি থাকে ৷ প্রায় 50 ফুট নিচে এদিন এই নদীতেই পড়ে যায় 26 জন সেনা জওয়ানকে নিয়ে যাওয়া একটি বাস ৷ ইটিভি ভারত জানতে পেরেছে, সিভিলিয়ন হায়ার্ড ট্রান্সপোর্টের এই বাসটিতে সেনার মারাঠা রেজিমেন্টের 22 জন জওয়ান ও 4 জন জুনিয়র কমিশনড অফিসার ছিলেন ৷ বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেনে অতিসম্প্রতি কাজে যোগ দিয়েছিলেন এই জওয়ানরা ৷