পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttar Pradesh Hospital: উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে ইনজেকশন নিয়ে অসুস্থ 6 গর্ভবতী! - গর্ভবতী

রায়বেরেলির জেলা হাসপাতালে ইনজেকশন নিয়ে অসুস্থ হয়ে পড়লেন ছয় গর্ভবতী ৷ এতে হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয় । পরে চিকিৎসায় তাঁদের অবস্থা স্বাভাবিক হয় । এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক ।

RaeBareli hospital in UP
রায়বেরেলির জেলা হাসপাতালে

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 12:21 PM IST

রায়বেরেলি, 30 সেপ্টেম্বর:ইনজেকশন নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেন ছয় গর্ভবতী ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তরপ্রদেশের রায়বেরেলির মহিলা জেলা হাসপাতালে । গর্ভবতীদের অবস্থার অবনতি দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে । এরপরেই হাসপাতালের তরফে তাৎক্ষণিকভাবে গর্ভবতীদের চিকিৎসা শুরু করা হয় । ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলাশাসক সিটি ম্যাজিস্ট্রেটকে তদন্তের এবং হাসপাতালের অন্যান্য ব্যবস্থা পর্যালোচনা করার নির্দেশ দেন ।

জানা গিয়েছে, মহিলা জেলা হাসপাতালে ভরতি থাকা ছয় গর্ভবতী মহিলাকে কর্তব্যরত নার্স ইনজেকশন দেন ৷ এর কিছুক্ষণ পর তাঁদের জ্বর আসে । পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে ৷ গর্ভবতীদের এই অবস্থা দেখে তারা ছুটে যান কর্তব্যরত মহিলা চিকিৎসকের কাছে । তিনি বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন ৷ কর্তব্যরত মহিলা চিকিৎসক তৎক্ষণাৎ চিফ মেডিক্যাল সুপারকে বিষয়টি জানান । তাড়াহুড়ো করে সিএমএস চিকিৎসকের দল নিয়ে ভরতি হওয়া সব গর্ভবতীদের চিকিৎসা শুরু করেন । এরপর তাঁদের অবস্থার উন্নতি হয় ।

জেলা মহিলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট চিকিৎসক রেণু চৌধুরি বলেন, "কয়েকজন গর্ভবতী মহিলার অবস্থার অবনতি হয়েছে বলে খবর আসে ৷ ঘটনাস্থলে পৌঁছে আমি জানতে পারি যে ইনজেকশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে তা সব সময় দেওয়া হচ্ছে । ওইসব সরকারি ইনজেকশন শুধুমাত্র সরকারি হাসপাতালের । এগুলো হাসপাতালের থেকেই দেওয়া হয় ৷ সবাইকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে । এখন সবাই বিপদমুক্ত । চিকিৎসক সেলিমকেও ফোন করা হয়েছে ৷ সবার অবস্থার উন্নতি হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন:খারাপ রাস্তার জন্য পৌঁছতে পারেনি অ্যাম্বুলেন্স, পথেই সন্তান প্রসব মহিলার

সূত্রের খবর, এই ঘটনার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে জেলাশাসক হর্ষিতা মাথুর তাৎক্ষণিকভাবে সিটি ম্যাজিস্ট্রেটকে মহিলা হাসপাতালে তদন্তের জন্য পাঠান । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমও ।

ABOUT THE AUTHOR

...view details