রায়বেরেলি, 30 সেপ্টেম্বর:ইনজেকশন নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেন ছয় গর্ভবতী ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তরপ্রদেশের রায়বেরেলির মহিলা জেলা হাসপাতালে । গর্ভবতীদের অবস্থার অবনতি দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে । এরপরেই হাসপাতালের তরফে তাৎক্ষণিকভাবে গর্ভবতীদের চিকিৎসা শুরু করা হয় । ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলাশাসক সিটি ম্যাজিস্ট্রেটকে তদন্তের এবং হাসপাতালের অন্যান্য ব্যবস্থা পর্যালোচনা করার নির্দেশ দেন ।
জানা গিয়েছে, মহিলা জেলা হাসপাতালে ভরতি থাকা ছয় গর্ভবতী মহিলাকে কর্তব্যরত নার্স ইনজেকশন দেন ৷ এর কিছুক্ষণ পর তাঁদের জ্বর আসে । পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে ৷ গর্ভবতীদের এই অবস্থা দেখে তারা ছুটে যান কর্তব্যরত মহিলা চিকিৎসকের কাছে । তিনি বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন ৷ কর্তব্যরত মহিলা চিকিৎসক তৎক্ষণাৎ চিফ মেডিক্যাল সুপারকে বিষয়টি জানান । তাড়াহুড়ো করে সিএমএস চিকিৎসকের দল নিয়ে ভরতি হওয়া সব গর্ভবতীদের চিকিৎসা শুরু করেন । এরপর তাঁদের অবস্থার উন্নতি হয় ।