নয়াদিল্লি, 27 এপ্রিল : করোনা পরিস্থিতিতে এরাজ্য়ে যাঁরা ভোটের প্রচার করেছেন তাঁদের বাধ্য়তামূলক কোয়ারিন্টিনে থাকতে হবে ৷ এই মর্মে একটি মামলা দায়ের হল দিল্লি হাইকোর্টে ৷ আগামী 30 এপ্রিল মামলাটি শুনানি হবে ৷
দিল্লি হাইকোর্টের আইনজীবী বিরাগ গুপ্তা আজ মামলাটি দায়ের করেন ৷ তাঁর কথায়, যে সব রাজনৈতিক নেতারা করোনা পরিস্থিতিতে রোড শো, জনসভা, পথসভা করেছেন তাঁদের প্রত্য়েকের কাছ থেকে জরিমানা আদায় করা হোক ৷ কারণ তাঁরা প্রত্য়েকেই নির্বাচন কমিশনের বিধিভঙ্গ করেছেন ৷
এখানেই থেমে থাকেননি মামলাকারী ৷ কমিশনের আধিকারিকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন ৷ তিনি বলেছেন, নির্বাচন কমিশনের যে সব আধিকারিক কোভিড গাইডলাইন সঠিক প্রয়োগ করতে পারেননি তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্য়বস্থা নেওয়া উচিত ৷