আলিগড়, 5 নভেম্বর:ওষুধের ওভারডোজের জেরে পাঁচমাসের শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে আলিগড়ের হাসপাতালে তোলপাড় ৷ শিশুটিকে ওষুধের ওভারডোজ দেওয়ার অভিযোগ উঠেছে কম্পাউন্ডারের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, শনিবার আলিগড়ে ইনজেকশন দেওয়ার পর মৃত্যু হয় পাঁচ মাসের ওই শিশুর । এ নিয়ে হাসপাতালে তোলপাড় শুরু করে দেন শিশুটির পরিবারের সদস্যরা । তাঁদের অভিযোগ, চিকিৎসকের অনুপস্থিতিতে কম্পাউন্ডার শিশুটিকে ওষুধের ওভারডোজ দিয়েছেন ৷ এর ফলেই তার মৃত্যু হয়েছে । এই অভিযোগ নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালের বাইরেই হট্টগোল করতে থাকেন । তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল বন্ধের দাবি জানান । ঘটনাটি ঘটেছে আলিগড়ের কুয়ারসি থানার রামঘাট রোড এলাকায় ।
সূত্রের খবর, গভীর রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয় ৷ শিশুটির ডায়রিয়া ও জ্বর ছিল। তখন হাসপাতালে কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না ৷ কিন্তু ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত শিশুটির অবস্থা খারাপ হতে থাকে ৷ এরপর শিশুটিকে ইনজেকশনে দেন কম্পাউন্ডার । আর তার কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে কুয়ারসি থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ পুলিশকে ঘিরে ধরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে শিশুটির পরিবারের সদস্যরা ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ পুলিশ এই আশ্বাস দিয়ে তাঁদের শান্ত করে । শিশুটির পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ৷ বিষয়টির তদন্তে শুরু করেছে পুলিশ ।