পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RGV Post on Droupadi Murmu : সোশ্যাল মিডিয়ায় দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত পোস্ট ! রাম গোপালের বিরুদ্ধে এফআইআর - Ram Gopal Varma

দ্রৌপদী মুর্মুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার অভিযোগে রাম গোপাল বার্মার বিরুদ্ধে এফআইআর করল তেলাঙ্গানা বিজেপি (Complaint Filed Against Ram Gopal Varma for Controversial Rmarks on Draupadi Murmu) ৷

ram gopal varma post over Droupadi Murmu
দ্রৌপদী মুর্মুকে নিয়ে পোস্ট রাম গোপালের

By

Published : Jun 25, 2022, 1:49 PM IST

হায়দরাবাদ, 25 জুন : দ্রৌপদী নিয়ে বিতর্কে রাম গোপাল বর্মা ৷ এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ৷ তিনি গতকাল তাঁর মনোনয়নপত্রও জমা দিয়েছেন ৷ এদিকে তাঁকে নিয়ে পোস্ট করে বিপাকে পড়লেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল বার্মা ৷ পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তেলেঙ্গানার বিজেপি নেতা গুদুর নারায়ণ রেড্ডি (Complaint Filed Against Ram Gopal Varma for Controversial Rmarks on Draupadi Murmu) ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, রাম গোপাল ভার্মা তফসিলি জাতি ও উপজাতিকে অসম্মান করেছেন ৷

রাম গোপাল রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদীকে নিয়ে একটি পোস্টে লেখেন, ‘‘যদি, দ্রৌপদী রাষ্ট্রপতি হন, তাহলে পাণ্ডব কারা ? এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, কৌরব কারা ?’’ মহাভারতের চরিত্রের সঙ্গে এই তুলনা টেনে এই পোস্ট দ্রৌপদী মুর্মু তথা আদিবাসী সম্প্রদায়কে অপমান করা, অভিযোগ বিজেপি নেতার ৷ তিনি চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে আবিদ রোড পুলিশ স্টেশনে মামলা (FIR Against RGV) দায়ের করেছেন ৷

অভিযোগকারী বিজেপি নেতা নারায়াণ রেড্ডি সংবাদ সংস্থাকে বলেন, ‘‘ওই টুইট তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে অসম্মান করার সমান ৷ এখানে তিনি 'রাষ্ট্রপতি দ্রৌপদী' বলেছেন ৷ যদি, তিনি শুধুমাত্র দ্রৌপদী, পাণ্ডব এবং কৌরবের নাম উল্লেখ করতেন, তাহলে আমাদের কোনও সমস্যা থাকত না ৷ রাম গোপাল বার্মার ওইরকম মন্তব্যে বিজেপি কর্মীরা ব্যথিত ৷’’

আরও পড়ুন:Saradha Scam: টাকা নিয়েছেন, ব্ল্যাকমেলও করেছেন ! শুভেন্দুকে কাঠগড়ায় তুলে দাবি সুদীপ্তর

এ নিয়ে পুলিশের কাছে তফসিলি জাতি ও উপজাতি নৃশংসতা আইনে মামলা দায়ের করার আবেদন জানিয়েছে বিজেপি নেতা ৷ প্রসঙ্গত, ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুকে জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে, তিনিই দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন ৷

ABOUT THE AUTHOR

...view details