পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Complaint Against PM Modi : গাড়ি থেকে অর্ধেক বাইরে, কোচিতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ মোদির বিরুদ্ধে - কেরলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সম্প্রতি কেরলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সময় তিনি রোড শো করেন ৷ সেখানে তাঁকে পরিচিত ভঙ্গিতে দেখা গিয়েছে ৷ তিনি তাঁর গাড়ির সামনের সিটটি থেকে কিছুটা বেরিয়ে জনতাকে উদ্দেশ্য করে হাত নাড়ছেন ৷ ঠিক এই কারণেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ উঠল ৷

PM Narendra Modi
কেরলে নরেন্দ্র মোদি

By

Published : Apr 27, 2023, 11:18 AM IST

তিরুবনন্তপূরম, 27 এপ্রিল:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি ট্রাফিক আইন ভেঙেছেন ৷ আর তাই তাঁর নামে কেরলের ডিজিপি এবং রাজ্যের মোটর ভেহিকলস দফতরের কাছে অভিযোগ জমা পড়ল ৷ তিনি 24 এপ্রিল কেরল সফরে যান ৷ সেখানে কোচিতে রোড শো করেন ৷ আর এই শোয়ের সময় খোদ দেশের প্রধানমন্ত্রী গাড়ির দরজা খুলে শরীরের প্রায় অর্ধেকটা বাইরে বের করে রাখেন ৷ এমনটা করা মানে ট্রাফিক আইন ভাঙা। এই মর্মে অভিযোগ করলেন ত্রিশূরের বাসিন্দা জয়কৃষ্ণন ৷

তিনি রাজ্য পুলিশের প্রধান অনিলকান্ত এবং মোটর ভেহিকলস দফতরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ৷ জয়কৃষ্ণনের দাবি, প্রধানমন্ত্রী মোদি গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে ছিলেন ৷ পাশাপাশি তাঁর গাড়িকে লক্ষ্য করে এত এত ফুল ছোড়া হয়েছে যে চারপাশের সমস্ত দৃশ্য ঝাপসা হয়ে গিয়েছিল ৷ আরও অভিযোগ, প্রত্যেকে আইন মানতে বাধ্য এবং তা মেনে চলাও উচিত ৷ এক্ষেত্রে সেটা হয়নি ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোচিতে পৌঁছন 24 এপ্রিল ৷ সেখানে একাধিক উন্নয়নমূলক প্রজেক্টের উদ্বোধন করেন ৷ বন্দে ভারত ট্রেন থেকে শুরু করে ওয়াটার মেট্রো এবং ডিজিটাল সায়েন্স পার্কের উদ্বোধন করেন ৷ জয়কৃষ্ণন অভিযোগ দায়ের করেছেন 26 এপ্রিল ৷ একগুচ্ছ কর্মসূচি, উদ্বোধনের পর কেরলে 1.8 কিলোমিটার দীর্ঘ একটি রোড শো করেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তাঁকে সরকারি গাড়িটির সামনের আসন থেকে খানিকটা বেরিয়ে এসে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় ৷ অর্থাৎ তাঁর শরীরের কিছুটা গাড়ির বাইরে ছিল ৷ আর তা নিয়েই দায়ের হল অভিযোগ।

এই প্রথম কেরলে এত দীর্ঘ রোড শো করলেন মোদি ৷ তাঁকে অভ্যর্থনা জানাতে মানুষ হলুদ রঙের ফুল ছুড়তে থাকে ৷ সঙ্গে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা ৷ এরপর দিন 25 এপ্রিল তিনি তিরুবনন্তপুরমে একই রকম একটি রোড শো করেন ৷ সেখানে এয়ারপোর্ট-শঙ্কুমুগম রোডে নরেন্দ্র মোদি রোড শো করেন ৷ তাঁর এই রোড শোটি 'যুবম' ইভেন্টের আগে হয়েছে ৷

আরও পড়ুন: কেরলে দেশের প্রথম ওয়াটার মেট্রো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details