পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pegasus Spyware Case : এনএসও শুধু সরকারকেই পণ্য বিক্রি করতে পারে, পেগসাস কাণ্ডে মন্তব্য ইজরায়েলি রাষ্ট্রদূতের - এনএসও

এনএসও এবং তাদের মতো অন্য সমস্ত সংস্থাকে ইজরায়েল সরকারের কাছ থেকে একটি রফতানি লাইসেন্স নিতে হয় ৷ এই লাইসেন্স কেবলমাত্র সরকারকেই পণ্য বিক্রির অনুমতি দেয় ৷ তাই এই সংস্থাগুলি কখনই বেসরকারি কোনও পক্ষকে তাদের পণ্য বিক্রি করতে পারে না ৷ পেগাসাস কাণ্ড নিয়ে প্রশ্ন উঠতেই একথা বললেন ভারতে নিযুক্ত ইজরায়েলের নতুন রাষ্ট্রদূত নাওর জিলন ৷

companies like NSO can't sell products to non-governmental actors, says Israeli envoy
Pegasus Spyware Case : এনএসও-র মতো সংস্থা শুধু সরকারকেই পণ্য বিক্রি করতে পারে, দাবি ইজরায়েলি রাষ্ট্রদূতের

By

Published : Oct 28, 2021, 7:32 PM IST

নয়াদিল্লি, 28 অক্টোবর :এনএসও-র (NSO) মতো সংস্থাগুলি কখনই বেসরকারি কোনও পক্ষকে তাদের পণ্য বিক্রি করতে পারে না ৷ বৃহস্পতিবার দিল্লিতে এমনটাই দাবি করেছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের নতুন রাষ্ট্রদূত নাওর জিলন (Naor Gilon) ৷ যদিও ভারতের ক্ষেত্রে পেগাসাস (Pegasus Spyware Case) কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে বিষয়টি কেন্দ্রের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেও উল্লেখ করেন তিনি ৷

আরও পড়ুন :Rahul Gandhi : সত্য উন্মোচিত হবে, পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে আক্রমণ রাহুলের

এদিন দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন নাওর ৷ সেখানেই তাঁকে পেগাসাস কাণ্ড নিয়ে প্রশ্ন করা হয় ৷ ইজরায়েলের সংস্থার মাধ্যমে বেআইনি ও অনৈতিকভাবে নজরদারি চালানোর অভিযোগ ওঠে ৷ তারই জবাবে ইজরায়েলের রাষ্ট্রদূত জানান, এনএসও-র পক্ষে কোনও বেসরকারি সংস্থাকে তথ্য বিক্রি করাই সম্ভব নয় ৷ প্রসঙ্গত, পেগাসাস কাণ্ডে বুধবারই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন নাওর জিলন বলেন, ‘‘আমি আরও বিস্তারিতভাবে কিছু বলতে পারব না ৷ তবে এনএসও ইজরায়েলের একটি বেসরকারি সংস্থা ৷ এই সংস্থা এবং তাদের মতো অন্য সমস্ত সংস্থাকেই ইজরায়েল সরকারের কাছ থেকে একটি রফতানি লাইসেন্স নিতে হয় ৷ আমরা শুধুমাত্র কোনও সরকারকেই পণ্য রফতানি করার লাইসেন্স দিই ৷ ফলে তাদের পক্ষে বেসরকারি কোনও সংস্থাকেই তথ্য সরবরাহ করা সম্ভব নয় ৷ এখানে অর্থাৎ ভারতে যা হয়েছে, সেটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷’’

আরও পড়ুন :Pegasus Spyware Case : পেগাসাস কাণ্ডে সুপ্রিম রায়কে স্বাগত তৃণমূলের, সাবধানী বিজেপি

প্রসঙ্গত, সম্প্রতি একটি আন্তর্তজাতিক মঞ্চের তরফে দাবি করা হয়, ভারতের বহু মন্ত্রী, সমাজকর্মী ও আন্দোলনকারী, ব্যবসায়ী ও সাংবাদিকের উপর দীর্ঘদিন ধরেই নজরদারি চালিয়ে আসছে এনএসও ৷ সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইলে আড়ি পেতে তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে ৷ এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায় গোটা দেশে ৷ ভারতীয় নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার অধিকারে হস্তক্ষেপের অভিযোগ ওঠে ৷ সেই অভিযোগের সত্যাসত্য যাচাই করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details