পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pegasus Case পেগাসাস তদন্তে সহযোগিতা করেনি কেন্দ্র, চাঞ্চল্যকর দাবি আদালত নিযুক্ত কমিটির - প্রধান বিচারপতি এনভি রামানা

পেগাসাস কাণ্ডের (Pegasus Case) তদন্তে আদালত গঠিত কমিটিকে সহযোগিতা করেনি কেন্দ্রীয় সরকার (Indian Government) ৷ তাদের পেশ করা রিপোর্টে এমনটাই দাবি করেছে রবীন্দ্রন কমিটি ৷ বৃহস্পতিবার পেগাসাস সংক্রান্ত শুনানি চলাকালীন একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷

Committee made by Supreme Court claims Indian Government Did Not Cooperate on Pegasus Case
Pegasus Case পেগাসাস তদন্তে সহযোগিতা করেনি কেন্দ্র, চাঞ্চল্যকর দাবি আদালত নিযুক্ত কমিটির

By

Published : Aug 25, 2022, 3:00 PM IST

নয়াদিল্লি, 25 অগস্ট: সব মিলিয়ে মোট 29টি মোবাইল ফোন পরীক্ষা করে দেখা হয়েছে ৷ তার মধ্যে পাঁচটিতে 'ম্য়ালওয়্য়ার'-এর অস্তিত্ব পাওয়া গিয়েছে ৷ তবে, সেগুলি 'পেগাসাস স্পাইওয়্যার' (Pegasus Spyware), নাকি অন্য কিছু, সেই বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত নন ৷ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ এদিন প্রধান বিচারপতি এনভি রামানার (Chief Justice NV Ramana) নেতৃত্বেধীন বেঞ্চে পেগাসাস সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে ৷ সেখানেই আদালত এই তথ্য পেশ করে ৷ সেইসঙ্গে, সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানায়, পেগাসাস কাণ্ডের (Pegasus Case) জন্য আদালত তদন্ত কমিটি গঠন করেছিল ৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার (Indian Government) সেই কমিটিকে তদন্তের কাজে সহযোগিতা করেনি ৷ কমিটি তার রিপোর্টে আদালতকে জানিয়েছে, "কেন্দ্র আমাদের সহযোগিতা করেনি !"

করোনা আবহে গত বছরের জুলাই মাসে হঠাৎই পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল হয়ে ওঠে সারা দেশ ৷ অভিযোগ ওঠে, ইজরায়েলি সংস্থা এনএসও গোষ্ঠী (NSO Group) পেগাসাস নামে একটি স্পাইওয়্যার তৈরি করেছে ৷ মোটা টাকায় সেই স্পাইওয়্যার কিনেছে ভারত সরকার ৷ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, সমাজসেবী, শিল্পপতি-সহ 300 জনেরও বেশি ব্যক্তির মোবাইলে এই স্পাইওয়্য়ারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ৷ এ নিয়ে শুধুমাত্র ভারতে নয়, সারা পৃথিবীতে আলোড়ন শুরু হয় ৷ ভয়াবহ এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷

আরও পড়ুন:পেগাসাসে তপ্ত হবে বাজেট অধিবেশন, প্রকাশ্যে কংগ্রেসের পরিকল্পনা

বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট তদন্ত কমিটি তিন ভাগে তাদের রিপোর্ট আদালতের কাছে জমা করেছে ৷ এর মধ্যে দু'টি রিপোর্ট পেশ করেছে সংশ্লিষ্ট 'টেকনিক্যাল কমিটি' ৷ এই কমিটির সদস্যরা মূলত প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখেছেন ৷ আর তৃতীয় রিপোর্টটি পেশ করেছে 'ওভারসিয়িং কমিটি' ৷ এই কমিটির সদস্যরা সামগ্রিকভাবে পেগাসাস কাণ্ডের তদন্ত করেছেন ৷ এই কমিটির নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরভি রবীন্দ্রন ৷

এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে বেঞ্চে পেগাসাস সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে, তার অন্য দুই সদস্য হলেন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলি ৷ শুনানি পর্বে বেঞ্চের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট তদন্ত কমিটি আদালতে যে রিপোর্ট পেশ করেছে, তা অত্যন্ত দীর্ঘ ৷ এর একটি অংশে বেশ কিছু সংশোধনের সুপারিশ করা হয়েছে ৷ ভারতীয় নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা এবং গোপনীয়তার অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, তা নিশ্চিত করতেই আইনে সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ একইসঙ্গে, দেশের সাইবার সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে ৷ সেই প্রেক্ষিতেও এই সংশোধনগুলি জরুরি বলে মনে করছে আদালত নিযুক্ত কমিটি ৷

এই রিপোর্টের একটি অংশ জনসমক্ষে আনা হবে বলেও জানিয়েছেন তিন বিচারপতি ৷ এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, "আদালতে পেশ করা রিপোর্টের তৃতীয় অংশটি আমরা জনসমক্ষে আনব ৷ এই অংশে বিচারপতি (অবসরপ্রাপ্ত) রবীন্দ্রন কমিটির সুপারিশগুলি রয়েছে ৷ এই অংশটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ৷" একইসঙ্গে, প্রধান বিচারপতি এদিন আদালতে জানান, রবীন্দ্রন কমিটি একটি আবেদনও করেছে ৷ তাদের আর্জি, পেগাসাস সংক্রান্ত যে রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে, তার পুরোটা যেন প্রকাশ্যে না আনা হয় ৷

আরও পড়ুন:পেগাসাস নিয়ে মনে একগুচ্ছ প্রশ্ন ? জেনে নিন কী বলছেন সাইবার বিশেষজ্ঞ

কিন্তু, ইতিমধ্যেই সংশ্লিষ্ট রিপোর্টের প্রথম দু'টি অংশ প্রকাশ্য়ে আনার দাবিতে আদালতে একাধিক আবেদন জমা পড়েছে ৷ প্রধান বিচারপতি সেই আবেদনগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "পুরো রিপোর্ট খুঁটিয়ে না পড়া পর্যন্ত আমরা এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে পারব না ৷ আগামিকালের পরই আমি এই বিষয়ে আমার মতামত জানাব ৷" সংশ্লিষ্ট মামলাটি আপাতত চার সপ্তাহের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details