নয়াদিল্লি, 1 এপ্রিল : নতুন অর্থবর্ষের প্রথম দিনে দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ৷ আজ 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু 250 টাকা দাম বেড়ে হল 2 হাজার 253 টাকা ৷ বিগত দু'মাসে সিলিন্ডারের দাম বেড়েছে 346 টাকা ৷ এর আগে 1 মার্চ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 105 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2 হাজার 12 টাকা (Commercial LPG Gas Price Hike by Rupees 250 on 1 April) ৷
আজ, 1 এপ্রিল থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হল 2 হাজার 351 টাকা, মুম্বইয়ে 2 হাজার 205 টাকা, চেন্নাইতে 2 হাজার 406 টাকা ৷ এই ধরনের সিলিন্ডার সাধারণত রেস্তোরাঁ, চায়ের দোকান, খাবার দোকানে ব্যবহৃত হয় ৷ এমনিতে গতকাল, 31 মার্চ পর্যন্ত 10 দিনে 9 বার পেট্রল আর ডিজ়েলের দাম বেড়েছে মোট 6.40 টাকা ৷ নভেম্বরের শুরু থেকে দেশে জ্বালানির দাম বাড়ানো বন্ধ রেখেছিল মোদি সরকার ৷ 10 মার্চ পাঁচটি বিধানসভা নির্বাচন মিটতেই ফের পেট্রল, ডিজ়েল-সহ রান্নার গ্যাসেরও দাম বেড়ে চলেছে ৷