পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

LPG Cylinder Price Hike : ফের ঊর্ধ্বমুখী, বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল 105 টাকা

বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (Commercial LPG cylinder prices increased) ৷

By

Published : Mar 1, 2022, 10:11 AM IST

Updated : Mar 1, 2022, 11:05 AM IST

LPG Price Hike
দিল্লিতে বাড়ল, কমল কলকাতায় ! রান্নার গ্যাসের নতুন দাম একনজরে

নয়াদিল্লি, 1 মার্চ :আবারও দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের (LPG cylinder price hiked) ৷ আজ থেকে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারপিছু (LPG cylinders) দাম বাড়ল 105 টাকা ৷ এর ফলে মঙ্গলবার থেকে রাজধানীতে বাণিজ্যিক সিলিন্ডারপিছু দাম (Commercial LPG cylinder prices increased) বেড়ে হল 2,012 টাকা ৷

এদিকে, 5 কেজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে ৷ এই ক্ষেত্রে সিলিন্ডারপিছু দাম 27 টাকা করে বেড়েছে ৷ দাম বৃদ্ধির ফলে এবার থেকে 5 কেজি সিলিন্ডারপিছু দাম বেড়ে হবে 569 টাকা ৷ তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে ৷

আরও পড়ুন:LPG price reduced : বছরের প্রথম দিনেই কমল গ্যাসের দাম

প্রত্যেক মাসে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ৷ গত মাসে অর্থাৎ 1 ফেব্রুয়ারি 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 91.50 টাকা কমিয়েছিল জাতীয় তেল কোম্পানিগুলি ৷

আরও পড়ুন:LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

Last Updated : Mar 1, 2022, 11:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details