নয়াদিল্লি, 1 অগস্ট: বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ৷ মাসের প্রথম দিনে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 99.75 টাকা কমেছে ৷ মঙ্গলবার থেকে দিল্লিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল 1 হাজার 680 টাকা ৷ তবে রান্নার এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি ৷ তাই মধ্যবিত্তের হেঁশেলের জন্য কোনও সুখবর নেই !
তৈল বিপণনকারী সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে রদবদল করেছে ৷ তাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৷ তবে সংস্থাগুলি রান্নার গ্যাসের ক্ষেত্রে কোনও বদল করেনি ৷ প্রতি মাসের প্রথম দিন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এবং রান্নার এলপিজি সিলিন্ডারের দামের পর্যালোচনা করা হয় ৷ আজও তেমনটাই হয়েছে ৷
1 অগস্ট থেকে নয়াদিল্লিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হল 1 হাজার 680 টাকা, কলকাতায় 1 হাজার 802 টাকা 50 পয়সা, মুম্বইতে 1 হাজার 640 টাকা 50 পয়সা এবং চেন্নাইতে 1852 টাকা 50 পয়সা ৷ এর আগে জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল- দিল্লিতে 1 হাজার 780 টাকা, মুম্বইয়ে 1 হাজার 733 টাকা 50 পয়সা, চেন্নাইতে 1 হাজার 945 টাকা, কলকাতায় 1 হাজার 895 টাকা 50 পয়সা ৷ এর আগে 1 মার্চ রান্নার গ্যাসের দামে পরিবর্তন করা হয়েছিল ৷ আর জুলাই মাসের প্রথম দিন বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 7 টাকা করে বেড়েছিল ৷ সেবারও রান্নার গ্যাসে কোনও পরিবর্তন হয়নি ৷
আর পড়ুন: তিন মাস পর ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম
মে মাসে তৈল বিপণনকারী সংস্থাগুলি 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 172 টাকা কমিয়েছিল ৷ 1 জুন, সেই দাম 83.50 টাকা কমানো হয় ৷ বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় 1 হাজার 773 টাকা ৷ এপ্রিল মাসে 91 টাকা 50 পয়সা কমানো হয় ৷ 14.2 কেজি রান্নার গ্যাসের দাম কলকাতায় এখন 1 হাজার 129 টাকা ৷