নয়াদিল্লি, 1 অক্টোবর :ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG cylinder) দাম ৷ পেট্রোলিয়াম সংস্থাগুলি এলপিজির (LPG) দাম সিলিন্ডার পিছু 43.50 টাকা করে বাড়াল ৷ আজ থেকেই নতুন দাম ধার্য হচ্ছে ৷ তবে বাড়িতে ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে না ৷
আরও পড়ুন :Air India : ঋণগ্রস্ত এয়ার ইন্ডিয়ার দায়ভার নিল টাটা গোষ্ঠী
এখন থেকে দেশের রাজধানী নয়াদিল্লিতে 19 কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের 1736.50 টাকায় কিনতে হবে গ্রাহকদের ৷ গতকাল পর্যন্ত এই দাম ছিল 1693 টাকা ৷ এর আগে সেপ্টেম্বরের 1 তারিখ বেড়ে ছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৷ তখন সিলিন্ডার পিছু 75 টাকা করে বৃদ্ধি করা হয়েছিল ৷
অন্যদিকে টানা দু’দিন বাড়ল পেট্রল (Petrol) ও ডিজেলের (Disel) দাম ৷ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তরফে এই কথা জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, শুক্রবার পেট্রলের দাম লিটার পিছু 25 পয়সা বেড়েছে ৷ আর ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু 30 পয়সা ৷ নতুন করে দাম বাড়ার ফলে নয়াদিল্লিতে শুক্রবার পেট্রলের দর 101.89 টাকা প্রতি লিটার ৷ আর ডিজেলের দাম লিটার পিছু 90.17 টাকা ৷
আরও পড়ুন :J&K: সোপিয়ানে এনকাউন্টার, নিকেশ এক জঙ্গি