পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi on Teachers' Day: কোভিড আবহে শিক্ষক দিবসে বিশেষ শুভেচ্ছা মোদির - ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ

বিশ্বব্যাপী 5 অক্টোবর শিক্ষক দিবস পালিত হলেও ভারতে এই দিবসটি পালিত হয় 5 সেপ্টেম্বর । ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি তথা প্রখ্যাত শিক্ষাবিদ ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশে শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞতা জানাতে এই দিনটি আমাদের দেশে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।

Teachers' Day
Modi

By

Published : Sep 5, 2021, 2:16 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর : রবিবার শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা আবহেও যেভাবে শিক্ষকরা দেশের ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত নিয়ে লড়াই করছেন তার জন্য সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত সকলকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

শিক্ষক দিবস উপলক্ষে মোদি টুইটারে লেখেন, 'শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক ও শিক্ষা সম্পর্কিত ব্যক্তিদের শ্রদ্ধা জানাই ৷ যাঁরা নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন ৷' পাশাপাশি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীকে স্মরণ করেন আরও একটি টুইটে তিনি লেখেন, ' ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণকে তাঁর জন্মজয়ন্তী শ্রদ্ধা জানাই ৷ তাঁর অগাধ পাণ্ডিত্য ও জাতীয় প্রতি অবদানের কথা স্মরণ করি ৷'

আরও পড়ুন:Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের

করোনা মহামারীর কারণে গত দেড় বছর ধরে বন্ধ স্কুল ও কলেজ ৷ সম্প্রতি দেশের কোনও রাজ্য়ে স্কুল-কলেজ খুললেও তা স্বাভাবিক হয়নি ৷ এই পরিস্থিতি অন-লাইনেই চলছে পড়াশোনা ৷ এতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশেষ অবদানের কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী ৷ এ কথা উল্লেখ করে এবারের শিক্ষক দিবসে তাঁদের অবদানের কথা স্মরণ করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এই উপলক্ষে এদিন ভার্চুয়ালি 44 জন শিক্ষককে জাতীয় শিক্ষকের সম্মাননা প্রদান করেন রাষ্ট্রপতি ৷ যার মধ্য রয়েছেন মালদার শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস।

আরও পড়ুন:Teacher's Day : শিক্ষক-শিক্ষিকাদের ভালবাসায় লকডাউনে বন্ধ স্কুল সেজে উঠেছে নতুন রূপে

1962 সালের 5 সেপ্টেম্বর থেকে ডঃ রাধাকৃষ্ণণের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে আসছে ৷ তিনি বিশ্বাস করতেন, দেশের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের শিক্ষক হওয়া উচিত । ভারতে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হলেও জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, রোমানিয়া, সার্বিয়ার মতো কয়েকটি দেশে শিক্ষক দিবস পালিত হয় 5 অক্টোবর ৷ কারণ এই দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে 1994 সাল থেকে 5 অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু করে ইউনেস্কো । তবে বিশ্বের 100টিরও বেশি দেশে পৃথক পৃথক দিনে শিক্ষক দিবস পালিত হয়। লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরশাহিতে শিক্ষক দিবস পালিত হয় 28 ফেব্রুয়ারি ।

ABOUT THE AUTHOR

...view details