নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর : রবিবার শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা আবহেও যেভাবে শিক্ষকরা দেশের ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত নিয়ে লড়াই করছেন তার জন্য সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত সকলকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
শিক্ষক দিবস উপলক্ষে মোদি টুইটারে লেখেন, 'শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক ও শিক্ষা সম্পর্কিত ব্যক্তিদের শ্রদ্ধা জানাই ৷ যাঁরা নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন ৷' পাশাপাশি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীকে স্মরণ করেন আরও একটি টুইটে তিনি লেখেন, ' ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণকে তাঁর জন্মজয়ন্তী শ্রদ্ধা জানাই ৷ তাঁর অগাধ পাণ্ডিত্য ও জাতীয় প্রতি অবদানের কথা স্মরণ করি ৷'
আরও পড়ুন:Visva-Bharati University : শিক্ষক দিবসে উপাচার্যকে ফুলের তোড়া পাঠিয়ে শ্রদ্ধা আন্দোলনরত পড়ুয়াদের
করোনা মহামারীর কারণে গত দেড় বছর ধরে বন্ধ স্কুল ও কলেজ ৷ সম্প্রতি দেশের কোনও রাজ্য়ে স্কুল-কলেজ খুললেও তা স্বাভাবিক হয়নি ৷ এই পরিস্থিতি অন-লাইনেই চলছে পড়াশোনা ৷ এতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিশেষ অবদানের কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী ৷ এ কথা উল্লেখ করে এবারের শিক্ষক দিবসে তাঁদের অবদানের কথা স্মরণ করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এই উপলক্ষে এদিন ভার্চুয়ালি 44 জন শিক্ষককে জাতীয় শিক্ষকের সম্মাননা প্রদান করেন রাষ্ট্রপতি ৷ যার মধ্য রয়েছেন মালদার শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস।
আরও পড়ুন:Teacher's Day : শিক্ষক-শিক্ষিকাদের ভালবাসায় লকডাউনে বন্ধ স্কুল সেজে উঠেছে নতুন রূপে
1962 সালের 5 সেপ্টেম্বর থেকে ডঃ রাধাকৃষ্ণণের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে আসছে ৷ তিনি বিশ্বাস করতেন, দেশের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের শিক্ষক হওয়া উচিত । ভারতে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হলেও জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, রোমানিয়া, সার্বিয়ার মতো কয়েকটি দেশে শিক্ষক দিবস পালিত হয় 5 অক্টোবর ৷ কারণ এই দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে 1994 সাল থেকে 5 অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু করে ইউনেস্কো । তবে বিশ্বের 100টিরও বেশি দেশে পৃথক পৃথক দিনে শিক্ষক দিবস পালিত হয়। লিবিয়া, মরক্কো, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরশাহিতে শিক্ষক দিবস পালিত হয় 28 ফেব্রুয়ারি ।