মুম্বই, 26 নভেম্বর:নদী বা সময়, কেউই থেমে থাকে না ৷ মুম্বই নগরীও যে থেমে নেই। সদা ব্যস্ত বাণিজ্য নগরীকে দেখে বোঝার উপায় নেই কতটা দুর্বিসহ ছিল সেই চার দিন।
সালটা, 2008 । মুম্বই হামলার পর পনেরোটা বছর কেটে গিয়েছে ৷ আজও সেই স্মৃতি দগদগে ঘায়ের মতো জেগে রয়েছে বাণিজ্য নগরীর বুকে ৷ 10 জন লস্কর-ই-তইবা জঙ্গি করাচি থেকে আরব সাগর দিয়ে মুম্বইয়ে ঢোকে ৷ তারপর...
শহরের তাজ মহল প্যালেস হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশন থেকে নারিমান হাউজ, জনপ্রিয় ক্যাফে লিওপোল্ড - বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালায় জঙ্গিরা ৷ এলোপাথাড়ি গুলি, গ্রেনেডে রক্তাক্ত হয়ে ওঠে মুম্বই ৷ প্রাণ গিয়েছে নিরপরাধ মানুষের ৷ চার দিনের জঙ্গি হামলায় 160 জনেরও বেশি আমজনতা এবং পুলিশ কর্মী নিহত হয়েছে ৷ আর আহতের সংখ্যা একশোরও বেশি ৷
মুম্বইয়ের বুকে সেদিনের জঙ্গি দাপট আজও যেন শহরবাসীর চোখের সামনে জ্বল জ্বল করে। প্রতি বছরই এই দিনটির স্মৃতিতে মুম্বই ফের যেন শপথ নেয় বেঁচে থাকার বা জীবন সংগ্রামের । নানা অনুষ্ঠানে ভরে ওঠে মুম্বই সহ দেশের বিভিন্ন শহর। ছেড়ে যাওয়া মানুষের শোক, সাহসিকতার অনন্য নজির, মুম্বই নিজের অজান্তেই কখন যেন শিক্ষনীয় হয়ে ওঠে গোটা ভারতবাসীর কাছে। মুম্বই হামলা তো শুধু নয় এর আগে বহু বিস্ফোরণ ও মৃত্যুর সাক্ষী থেকেছে এই বাণিজ্য নগরী। তবে, মুম্বই হামলার পর ভারতের পাশে দাঁড়িয়েছে বহু দেশ।