আমেদাবাদ, 17 নভেম্বর: বিধানসভা নির্বাচনের এখনও সপ্তাহ দুয়েক বাকি ৷ রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন ৷ এবার নির্বাচনে মনোনয়নপত্র আগাগোড়া নতুন করে পূরণ করতে হচ্ছে প্রার্থীদের ৷ 2022 ডিসেম্বরের আগে (Gujarat assembly elections 2022) মোদি রাজ্যে প্রস্তুতি তুঙ্গে ৷ বিজেপি, কংগ্রেস ছাড়াও রয়েছে আম আদমি পার্টি বা আপ ৷ সব মিলিয়ে রঙিন হয়ে উঠেছে গুজরাত বিধানসভা প্রাক-নির্বাচন পর্ব ৷ কেমন সে দৃশ্য ? রইল তার কয়েক ঝলক (Candidates submitting their nomination forms for Gujarat Assembly Election) ৷
ল্যাম্বরগিনিতে আসা প্রার্থী (Lamborghini car ride)
সবাইকে চমকে দিয়েছেন ধর্মেন্দ্র প্যাটেল ৷ আমেদাবাদে আমরাইওয়াড়ি (Amraiwadi) আসনে সব কংগ্রেস প্রার্থীদের ছাপিয়ে চোখ টেনেছেন তিনি ৷ কংগ্রেস প্রার্থী ধর্মেন্দ্র প্যাটেল ল্যাম্বরগিনিতে চড়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন ৷ মামলাতদার অফিসের (Mamlatdar) সামনে তাঁর গাড়িটি দাঁড় করান ৷ স্বাভাবিক যে, সেই গাড়ি দেখতে বহু মানুষ অফিসের সামনে ভিড় জমিয়েছিলেন ৷
ঘোড়ায় চড়ে (Horse riding)
সুরাটের ভারাচ্চা আসনটি (Varachha) পাতিদার সম্প্রদায়ের শক্তিগড় ৷ এখানে বিজেপি প্রার্থী কুমার কানানি (Kumar Kanani) তাঁর সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন ৷ কিন্তু একটু অন্যভাবে ৷ ঘোড়ায় চড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে করতে সংশ্লিষ্ট কার্যালয়ে হাজির হন কুমার ৷ তাঁকে দেখতে জমা হন পাতিদার সম্প্রদায়ের (Patidar) বহু মানুষ ৷ একসময় এই কেন্দ্রে পাসা বিক্ষোভ হয় ৷ তা সত্ত্বেও জিতেছিলেন কুমার ৷ আরও একবার টিকিট পেলেন তিনি ৷ তাই ঘোড়ায় সওয়ার হয়ে 'বিজেপি জিতবে' স্লোগান তুলে তাঁর আত্মবিশ্বাসের বার্তা দিলেন ৷
আরও পড়ুন: অপহরণ করে চাপ বিজেপির, গুজরাতে মনোনয়ন প্রত্যাহার আপ প্রার্থীর: সিসোদিয়া