চণ্ডীগড়, 6 ডিসেম্বর:তিন বাহিনীতে কাজ করা (served in all three defence services) কর্নেল পৃথীপাল সিং গিল (Colonel Prithipal Singh Gill passes away) প্রয়াত হলেন ৷ রবিবার বিকেলে নিজের বাড়িতেই তিনি (colonel Prithipal Singh gill) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 100 বছর ৷ চলতি মাসের 11 তারিখই ছিল তাঁর জন্মদিন ৷ তবে তার আগেই না ফেরার দেশে চলে গেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা ৷ সেক্টর 25-এর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৷
রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট হিসেবে কেরিয়ার শুরু ৷ এরপর ভারতীয় নৌবাহিনীর সৈনিক ৷ তারও পরে 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনার গানার অফিসার ৷ আর সবশেষে মণিপুরের অসম রাইফেলস সেক্টরের কম্যান্ডার ৷ বাহিনীতে এমন কেরিয়ারের অধিকারী একমাত্র তিনিই ছিলেন ৷
চণ্ডীগড়ের বাসিন্দা রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্সে যোগ দেওয়ার পর পাইলট অফিসারের দায়িত্ব দিয়ে তাঁকে করাচিতে পাঠানো হয় ৷ তবে তাতে রাজি ছিল না তাঁর পরিবার ৷ পাইলটের কাজ ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা ছেলের আকাশে ওড়াতে উদ্বিগ্ন হয়ে পড়ে ৷ এই সময় গিল পরিবারের পরিচিত ব্রিটিশ জেনারেল সেভয় তাদের আর্জি মেনে পাইলট অফিসার পৃথীপাল সিংকে বদলি করে ভারতীয় সেনাবাহিনীতে পাঠান ৷
আরও পড়ুন:শতবর্ষে পা তিন বাহিনীতে কাজ করা একমাত্র অফিসারের
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (Second world war veteran passes away) চলাকালীন পণ্যবাহী জাহাজের নিরাপত্তার দায়িত্বে থাকা নৌসেনার এসকর্ট শিপ আইএনএস টিয়ারে দায়িত্বপ্রাপ্ত ছিলেন পৃথীপাল ৷ নৌসেনা অফিসার সাব লেফটেন্যান্ট গিল দেবলালীর স্কুল অফ আর্টিলারিতে লং গানারি স্টাফ কোর্সে যোগ দেন ৷ সেখান থেকে ইনস্ট্রাক্টর অফ গানারির পদ অধিকার করেন কর্নেল ৷ এরপর তিনি ভারতীয় সেনাবাহিনীতে বদলি চেয়ে দরবার করতেই তার অনুমতি মেলে ৷
গোয়ালিয়র মাউন্টেইন ব্যাটারিতে পোস্টিং পান পৃথীপাল সিং ৷ তার পর 34 মিডিয়াম রেজিমেন্টের দায়িত্ব পান ৷ সেখান থেকে 71 মিডিয়াম রেজিমেন্টে কর্তব্যরত হন ৷ 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তাঁর রেজিমেন্টের চারটি বন্দুক শত্রুরা ছিনিয়ে নিয়েছিল ৷ তাঁর নেতৃত্বেই সেই বন্দুকগুলি উদ্ধার করা হয় ৷
আরও পড়ুন:Abhinandan Varthaman Receives Vir Chakra: রাষ্ট্রপতির থেকে বীর চক্র গ্রহণ, অভিনন্দনে মাতলেন নেটিজেনরা
এরপর তাঁকে প্রোমোশন দিয়ে কর্নেলের ব়্যাঙ্ক দেওয়া হয় এবং মণিপুরের উখরুলে অসম রাইফেলস সেক্টরে পাঠানো হয় ৷ সমান দক্ষতায় তিনটিতে বাহিনীতে সাফল্যের সঙ্গে কাজ করার পর অবসর নেন কর্নেল ৷ শেষ জীবনটা ফরিদকোট জেলায় নিজের গ্রাম পাখিতে চাষবাসে মন দেন তিনি ৷ গত বছরই একশো বছর পূর্ণ করেন ৷ আর কয়েকদিন পরই ছিল তাঁর 101তম জন্মদিন ৷ তবে তার আগেই জীবনাবসান হল বীর যোদ্ধার ৷
আরও পড়ুন:Jyotiraditya-Digvijaya war of words: বিশ্বাসঘাতক তকমার পাল্টা জবাব, জ্যোতিরাদিত্য-দিগ্বিজয়ের বাগযুদ্ধ